শিরোনাম:
রাঙ্গামাটিতে ২ জনকে গুলি করে হত্যা

- Update Time : ১২:৩১:২২ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২০
- / ১৭ Time View
সারাদেশ ডেস্ক : রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের গর্জনিয়া এলাকায় সন্ত্রাসীদের গুলিতে সুভাষ তঞ্চঙ্গ্যা (৪৫) ও ধনঞ্জয় তঞ্চঙ্গ্যা (৩২) নামের দুই ব্যক্তি নিহত হয়েছেন।
মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন কাপ্তাই থানা পুলিশ।
পুলিশ জানান, অজ্ঞাতনামা সন্ত্রাসীরা ধনঞ্জয় তঞ্চঙ্গ্যার বাড়িতে এসে ঘুম থেকে ডেকে তুলে তাদের গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।
পুলিশ আরও জানান, নিহতরা জেএসএস-এর সমর্থক বলে এলাকাবাসী জানিয়েছে। প্রতিপক্ষরা এ হামলা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি হাসপাতালে পাঠিয়েছে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
এসএস//