শিরোনাম:
মর্টার শেল মিলল ভাঙাড়ির দোকানে!

- Update Time : ০৭:২৭:১৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২০
- / ৬ Time View
সারাদেশ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় ভাঙাড়ির দোকান থেকে একটি মর্টার শেল উদ্ধার করা হয়েছে।
বুধবার সকালে পৌরশহরের বাইপাস সড়কের নারায়ণপুর এলাকায় ‘ভাঙাড়ি স্টোর’ নামে একটি দোকানে এক মণ ওজনের ওই মর্টার শেলটি পাওয়া গেছে।
ভাঙাড়ি স্টোরের মালিক বলেন, আখাউড়া- লাকসাম রেলপথ উন্নয়নকাজের এক শ্রমিক ওই মর্টার শেলটি নিয়ে আসে। এ সময় ভাঙাড়ি দোকানের এক কর্মচারী কিনে রাখেন।
বুধবার সকালে ভাঙাড়ি স্টোরে এসে মর্টার শেলটি তিনি দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
আখাউড়া থানা পুলিশ জানান, লোহা মনে করে অবিস্ফোরিত মর্টার শেলটি ওই দোকান কর্মচারী কিনেছেন। নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে।
১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধে পাকবাহিনীর নিক্ষেপ করা মর্টার শেল এটি। এ ঘটনায় কুমিল্লা বোমা ডিসপোজাল ইউনিটকে খবর দেয়া হয়েছে বলে জানান পুলিশ।
এসএস//