শিরোনাম:
বাহরাইনের প্রধানমন্ত্রী মারা গেছেন

- Update Time : ০৩:৪২:৫৩ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২০
- / ৩ Time View
সারাদেশ ডেস্ক : বাহরাইনে দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী শেখ খলিফা বিন সালমান আল খলিফা মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। বুধবার সকালে যুক্তরাষ্ট্রের মায়ো ক্লিনিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বাহরাইনের সংবাদ সংস্থা বিএনএ এ তথ্য জানায়।
এদিকে প্রধানমন্ত্রীর মৃত্যুতে এক সপ্তাহের শোক ঘোষণা করেছেন দেশটির বাদশাহ শেখ হামাদ বিন ইসা আল খলিফা। এ সময় দেশের পতাকা অর্ধনমিত রাখা হবে। যুক্তরাষ্ট্র থেকে তার লাশ দেশে ফিরিয়ে আনার পর দাফনের প্রক্রিয়া শুরু হবে। তবে এ দাফন প্রক্রিয়ায় বেশি জনসমাগমের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নির্দিষ্ট সংখ্যক আত্মীয়-স্বজনের উপস্থিতিতে তার দাফন কাজ সম্পন্ন করা হবে।
এসএস//