নীতিমালা জারির আগে ভর্তি করলে ব্যবস্থা : মাউশি

- Update Time : ০২:৫৮:৩৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২০
- / ৭ Time View
সারাদেশ ডেস্ক : নীতিমালা জারির আগে ভর্তি কার্যক্রম শুরু করলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
বেসরকারি স্কুলে ভর্তি নীতিমালা চূড়ান্ত হওয়ার আগেই রাজধানীর একাধিক বিদ্যালয়ে প্রথম শ্রেণির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তার মধ্যে উদয়ন স্কুল অ্যান্ড কলেজ, মনিপুর স্কুল অ্যান্ড কলেজ, মোহাম্মদপুর প্রিপেটরী স্কুল অ্যান্ড কলেজে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বলে জানা গেছে।
মনিপুর স্কুল অ্যান্ড কলেজের অভিভাবক ফোরামের আহ্বায়ক জানান, গত এক সপ্তাহ আগে মনিপুর স্কুলের আগামী বছরের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অনলাইনে ভর্তি ফরম পাওয়া যাচ্ছে। তবে এ বিষয়ে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. ফরহাদ হোসেনের সঙ্গে একাধিক যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
জানতে চাইলে মোহাম্মদপুর প্রিপেটরী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ বলেন, গভর্নিং বডির সিদ্ধান্তে আমরা প্রথম শ্রেণির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছি। অনলাইনের মাধ্যমে ভর্তি ফরম সংগ্রহ করতে নির্দেশনা জারি করা হয়েছে।
উদয়ন স্কুল অ্যান্ড কলেজের নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষক ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে অধ্যক্ষের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।