শিরোনাম:
ট্রেন লাইনচ্যুত, সিলেট রুটে রেল চলাচল বন্ধ

- Update Time : ০৭:১৪:০৩ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২০
- / ১৬ Time View
সারাদেশ ডেস্ক : মালবাহী ট্রেন লাইনচ্যুতির ঘটনায় সিলেট রুটে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
আজ বুধবার ১১ নভেম্বর বিকেলে সিলেটের মাইজগাঁও ও ভাটেরার মধ্যবর্তী মোমিনছড়া চা বাগান সংলগ্ন সার পরিবাহী ট্রেন শান্তাহার ফার্টিলাইজার স্পেশাল লাইনচ্যুত হয়। বিকাল ৫টা পর্যন্ত ট্রেনটি উদ্ধারে কাজ চলছিল।
সিলেট রেলওয়ে স্টেশন ম্যানেজার বলেন, বিকেলে ফেঞ্চুগঞ্জ থেকে কুলাউড়া অভিমুখে যাত্রা করা মালবাহী ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়ে পড়ে। ফলে সিলেটের সাথে দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
কুলাউড়া রেলওয়ে জংশনের লোকো ইনচার্জ বলেন, দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধারে কাজ চলছে। এজন্য উদ্ধারকারী আরেকটি ট্রেন নিয়ে তারা ঘটনাস্থলে রয়েছেন।
এসএস//