শিরোনাম:
ট্রাকচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

- Update Time : ১১:৩৪:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২০
- / ৭ Time View
সারাদেশ ডেস্ক : টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক মহাসড়কের নাগরপুর উপজেলার দাসপাড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত হয়েছে।
আজ বুধবার ১১ নভেম্বর ভোরে এ দুর্ঘটনা ঘটে। নাগরপুর থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন— দেলদুয়ার উপজেলার জাঙ্গালিয়া গ্রামের আ.বারেকের ছেলে শুভ আক্তার সানি (১৮) ও সদর উপজেলার কাগমারা গ্রামের আ. মান্নানের মেয়ে মমতা হিরা সুবর্না (১৫) ও করটিয়া গ্রামের বাপ্পী (২২)।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানান, আজ ভোরে ওই তিনজন মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। এসময় দাসপাড়া এলাকায় এক ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বাপ্পী মারা যান ও হাসপাতালে নেওয়ার পর সুবর্না ও সানির মৃত্যু হয়।
পুলিশ আরও জানান, এ ঘটনায় ট্রাকের চালক পালিয়ে গেলেও ট্রাকটিকে আটক করা হয়েছে। আইনি পক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এসএস//
Tag :