শিরোনাম:
জয়পুরহাটে ইটভাটায় মাটির ঢিবি ধসে শ্রমিকের মৃত্যু

- Update Time : ০৩:৪৯:৪০ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২০
- / ৬ Time View
সারাদেশ ডেস্ক : জয়পুরহাট উপজেলায় একটি ইটভাটায় মাটির ঢিবি ধসে বাধন পাহান (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এএসবি নামক ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাধন পাহান বেলআমলা এলাকার গগেন পাহানের ছেলে। তিনি ওই ইটভাটায় শ্রমিকের কাজ করতেন।
জয়পুরহাট সদর থানা পুলিশ জানান, প্রতিদিনের মতো বুধবার সকালেও বাধন পাহানসহ কয়েকজন শ্রমিক বেলআমলার এএসবি ইটভাটায় একটি ঢিবির নিচে মাটি কাটার কাজ করছিলেন। এ সময় হঠাৎ করে ওপর থেকে ঢিবির কিছু অংশ বাধনের ওপর ধসে পড়ে। স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে পুলিশের কাছে কেউ কোন অভিযোগ করেনি।
এসএস//