আইপিএল : টানা দ্বিতীয় শিরোপা মুম্বাইয়ের

- Update Time : ০১:০৬:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২০
- / ৭ Time View
স্পোর্টস ডেস্ক: প্রথম বারের মতো ফাইনালে উঠা দিল্লিকে হারিয়ে টানা দ্বিতীয় বার শিরোপা জিতলো মুম্বাই।
দুবাইয়ে এবারের ফাইনালে দিল্লি ক্যাপিটালসকে ৫ উইকেটে হারিয়ে পঞ্চমবারের মতো আইপিএল শিরোপা জিতল রোহিত শর্মার দল। আর দিল্লির জন্য আইপিএল শিরোপা হয়ে রইল দূর অস্ত—এবার প্রথমবারের মতো ফাইনালে উঠে শিরোপার সুবাস পেয়েছিল শ্রেয়াস আইয়ারের দল। কিন্তু ওই সুবাস পর্যন্তই, রোহিত শর্মার ৫১ বলে ৬৮ রানের ইনিংসের কাছে পর্যুদস্ত হয়ে শিরোপাটা শেষ পর্যন্ত শুধু দেখেই সন্তুষ্ট থাকতে হলো দিল্লিকে। অন্যদিকে অধিনায়কোচিত ইনিংস খেলে মুম্বাইকে আবারও সাফল্য এনে দিলেন রোহিত। ৪ ছক্কা ও ৫ চারে ইনিংসটি সাজান তিনি।
গত সংস্করণের ফাইনালের তুলনায় এবারের ফাইনালে রান উঠেছে বেশি। গতবার রুদ্ধশ্বাস উত্তেজনা ছিল ম্যাচের শেষ বল পর্যন্ত। এবার ম্যাচ শেষ বল পর্যন্ত গড়ায়নি। তবে জয়ী দলের নামও পাল্টায়নি। সেই মুম্বাই ইন্ডিয়ানসই এবারেরও চ্যাম্পিয়ন।
এ নিয়ে টানা দুবার আইপিএলে চ্যাম্পিয়ন হলো রোহিত শর্মার দল।
আগে ব্যাট করে ৭ উইকেটে ১৫৬ রান তুলেছিল দিল্লি। তাড়া করতে নেমে মুম্বাই যেন কোনো চাপই টের পায়নি! কুইন্টন ডি কক (১২ বলে ২০) পঞ্চম ওভারে আউট হওয়ার আগে রোহিতের সঙ্গে ওপেনিং জুটিতে তুলেছেন ৪৫ রান। এমন ভালো শুরুর ভিত থেকে ইনিংস বড় করেছেন রোহিত। সূর্যকুমার যাদবের (২০ বলে ১৯) সঙ্গে ৪৫ রান এবং তৃতীয় উইকেটে ইশান কিষানের সঙ্গে গড়েন আরও ৪৭ রানের জুটি।
১৬.২ ওভারে রোহিত যখন পুল করতে গিয়ে মিড উইকেটে ললিত যাদবের দুর্দান্ত ক্যাচের শিকার হলেন, মুম্বাই তখন জয়ের সুবাস পাচ্ছে। ২২ বলে দরকার ২০ রান। হাতে ৮ উইকেট। এখান থেকে কাইরান পোলার্ড ওই ওভারেই দুটি চার মেরে মুম্বাইয়ের জয়কে স্রেফ সময়ের ব্যাপারে পরিণত করেন।
ডিএ/এসএস//