আন্তর্জাতিক ডেস্ক : আজ মঙ্গলবার ১০ নভেম্বর ভারতের গুরুত্বপূর্ণ রাজ্য বিহার নির্বাচনের ফল ঘোষণা করা হবে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ম্যাজিক এখনো অক্ষুণ্ণ? কি-না জানা যাবে আজ।
আজ মঙ্গলবার ভারতের বিহারে ভাগ্য নির্ধারণ হবে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, তেজস্বী যাদব ও নরেন্দ্র মোদির।
বুথ ফেরত জরিপের তথ্য নরেন্দ্র মোদির ও তার জোটের পক্ষে ছিল না।
২৪৩ আসনের বিধানসভা ভোটে কমবেশি প্রতিটি সমীক্ষক সংস্থাই এগিয়ে রেখেছে আরজেডি, কংগ্রেস ও বাম দলগুলোর মহাজোটকে। কয়েকটি এক্সিট পোলের পূর্বাভাস বিজেপি-জেডি(ইউ) জোটকে নামিয়ে এনেছে এক শ’রও নিচে। আবার কয়েকটি বুথফেরত সমীক্ষা বলছে, ভোটের ফল হবে ত্রিশঙ্কু। নির্বাচনের আগে প্রতিটি জনমত সমীক্ষা এগিয়ে রেখেছিল বিজেপি জোটকেই। কয়েক দিনের ব্যবধানেই পাল্টে যায় সেই চিত্র।
সবচেয়ে দুশ্চিন্তায় একজনই— নীতীশ কুমার। বারবার জোটবদল করে ২০০৫ সাল থেকে তিনি টানা মুখ্যমন্ত্রীর পদে।
এখন মনে করা হচ্ছে বিহারে উদয় হবে নতুন যুগের তরুণ নেতৃত্বের। মাত্র ৩১ বছর বয়সে ভারতের সর্বকনিষ্ঠ মুখ্যমন্ত্রী কি সত্যিই হতে পারবেন লালুপ্রসাদ যাদবের পুত্র তেজস্বী? উত্তর মিলবে আজই।
প্রত্যক্ষভাবে সংযোগ না থাকলেও এই ভোট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অগ্নিপরীক্ষা। কারণ, বিহারের জয়-পরাজয় তার এবং দলের ভবিষ্যতের গতিপ্রকৃতি স্থির করে দেবে। বিজেপি তথা এনডিএ ভারতের মানচিত্রে অপ্রতিরোধ্য ও উজ্জ্বলতম অবস্থানে ছিল, তার জৌলুস দিনে দিনে কমছে।
উত্তর ভারতে একমাত্র উত্তরপ্রদেশ, দক্ষিণে কর্ণাটক, পশ্চিমে গুজরাট, মধ্য ভারতে মধ্যপ্রদেশ এবং পূর্বে বিহার তাদের হাতে। এছাড়া হিমাচল, উত্তরাখণ্ড, ত্রিপুরা ও আসাম রয়েছে। কিন্তু বৃহৎ রাজ্যগুলিতে গেরুয়ার চিহ্ন মলিন হয়েছে।
মধ্যপ্রদেশের উপনির্বাচনের ফল ঠিক করবে, এই রাজ্যে বিজেপি তাদের ভাঙাগড়ার সরকার কায়েম রাখতে পারবে কি না! এখন বিহার হাতছাড়া হলে, হিন্দি বলয়ের সর্ববৃহৎ দল বিজেপির কাছে সেটা হবে চরম ধাক্কা। আর মোদির নেতৃত্ব ও জনপ্রিয়তার ক্ষেত্রেই বড়সড় প্রশ্নচিহ্ন উঠতে পারে!
বিহারে জয়ী হলে তার পশ্চিমবঙ্গ দখলের আহ্বানের তীব্রতা আরো বাড়বে। পশ্চিমবঙ্গে বিজেপির মনোবলও বাড়বে বহুগুণ। কিন্তু বিহারে হারলে প্রতিবেশী রাজ্যে বার্তা যাবে— বিজেপি দেশজুড়েই প্রত্যাখ্যাত হচ্ছে। আরো আগ্রাসী হয়ে ময়দানে নামবেন তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জি।
বিভিন্ন গনমাধ্যমে এ প্রতিবদেন ও বিশ্লেষণ প্রকাশ করেছে।
ডিএ/এসএস//
Leave a Reply