কামরাঙ্গীরচরে হিজড়াদের জন্য মাদ্রাসা উদ্বোধন
- Update Time : ০৫:৩৩:৩৩ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২০
- / ১ Time View
সারাদেশ ডেস্ক : কামরাঙ্গীরচরে হিজড়াদের জন্য ‘দাওয়াতুল কুরআন তৃতীয় লিঙ্গের মাদরাসা’ উদ্বোধন করেছে। বাংলাদেশে হিজড়াদের জন্য এটাই প্রথম কোনো ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান।
এসময় মাদ্রাসায় ঢোকার মুখ থেকে শুরু করে ভেতরঘর অবধি রঙিন বেলুন আর ফিতায় সাজানো। উদ্বোধনী অনুষ্ঠানে পবিত্র কোরআন তিলাওয়াত করেন ৩০–৩৫ জন হিজড়া।
আয়োজকেরা বলেন, বাংলাদেশে হিজড়াদের জন্য এই মাদ্রাসা প্রথম কোনো ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান। কেন এই মাদ্রাসা, তারও ব্যাখ্যা দিয়েছেন তাঁরা।
বেলা সাড়ে ১০টা নাগাদ হিজড়ারা আসতে শুরু করেন। ঝলমলে পোশাক পরে জনা পঁয়ত্রিশেক হিজড়া এসে বসেন। তাঁদের সামনে রাখা হয় রেহাল। সবার হাতে তুলে দেওয়া হয় পবিত্র কোরআন। এরপর আবদুর রহমান আজাদ সুরা ফাতিহা ও পবিত্র কোরআনের আয়াত পড়ে শোনান।
জানাগেছে তৃতীয় লিঙ্গের যে কেউ এ মাদ্রাসায় ভর্তি হতে পারবেন।
তৃতীয় লিঙ্গের একজন বলেন, পবিত্র কোরআন পড়া শেখাটাকে তাঁরা মনে করেন আর সব মানুষের সঙ্গে মিশে যাওয়ার একটা সুযোগ। সেই সঙ্গে কেউ যদি আয়–রোজগারের কোনো প্রশিক্ষণ দিত, তাহলে বাকি জীবনে আর কিছু চাওয়ার থাকত না।
এসএস//