Dhaka ১০:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ১৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম:
সুবিধাবঞ্চিত শিশু ও এতিমদের নিয়ে ককক্সবাজার ভ্রমনে দূর্বার তারুণ্য ফাউন্ডেশন শহীদ বুদ্ধিজীবী দিবসে বিএফইউজে-ডিইউজে’র আলোচনা সভা অনুষ্ঠিত ১৯ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত সুপ্রিম কোর্টে অবকাশ : জরুরি মামলা শুনানিতে অবকাশকালীন বেঞ্চ জান প্রাণ দিয়ে জনআস্থা ধরে রাখতে হবে : তারেক রহমান বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যান সমিতির নতুন কমিটির অভিষেক : সভাপতি রফিকুল মহাসচিব সাত্তার সাংগঠনিক তোফাজ্জল কোটায় চাকরি : কুমিল্লার এসপি হচ্ছেন জুলাই বিপ্লবে গুলি করা ছাত্রলীগ ক্যাডার নাজির সম্প্রচারিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, কাল্পনিক এবং ভিত্তিহীন : সুপ্রিম কোর্ট প্রশাসন মতিঝিল থানা ৮নং ওয়ার্ড যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত আওয়ামী লীগসহ ১১টি দলের রাজনৈতিক কার্যক্রম বন্ধে নির্দেশনা চেয়ে রিট বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যান সমিতির সভাপতি রফিক, মহাসচিব সাত্তার সাংগঠনিক সম্পাদক তফাজ্জল

বিশ্ব বিচার ব্যবস্থা ও বাংলাদেশ : এডভোকেট জে,আর খাঁন (রবিন )

  • Update Time : ০৪:২৮:৫১ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২০
  • / ১ Time View

দিদারুল আলম: বাংলাদেশ সুপ্রিমকোর্টের আইনজীবী মোঃ জে,আর খাঁন (রবিন)। জনস্বার্থ সংক্রান্ত মামলা ও জনস্বার্থে বিভিন্ন বিষয়াদি উচ্চ আদালত এবং বিভিন্ন কর্তৃপক্ষের নজরে এনে প্রশংসিত হচ্ছেন এডভোকেট জে,আর খাঁন (রবিন)। অসহায় বিচারপ্রার্থীদের ন্যায় বিচার এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে জনগনের সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠায় এডভোকেট রবিন আইন পেশার প্রতি ভালবাসা ও কমিটমেন্টে বিরল উদ্যোগ নিচ্ছেন প্রতিনিয়ত।

সারাদেশ.নেট এর সঙ্গে কথা বলেছেন ‘বিশ্ব বিচার ব্যবস্থা ও বাংলাদেশ, সাংবিধানিক অধিকার ও জনস্বার্থ মামলা’ প্রেক্ষিতে।

সারাদেশ.নেট: বিশ্ব বিচার ব্যবস্থা ও বাংলাদেশের বিচার ব্যবস্থা নিয়ে তুলনামূলক তথ্য তুলে ধরবেন কি ?

জে,আর খাঁন (রবিন): প্রত্যেক দেশের আইন ব্যবস্থায় নিজস্ব কিছু রীতি রয়েছে। প্রত্যেক দেশ তার নিজস্ব রূপে এবং স্বাধীনভাবে তাদের কৃষ্টি,সংস্কৃতি,প্রকৃতি ও প্রয়োজনীয়তার ওপর নির্ভর করে Legal system বা আইন ব্যবস্থা প্রণয়ন করে থাকে। এটা স্বীকৃত যে, প্রত্যেক দেশ আইন ব্যবস্থা ব্যতিত প্রাণহীন দেহ। যা কোনো রকম কার্যই সম্পাদন করতে পারে না। বিভিন্ন দেশে আইন ব্যবস্থার অদ্ভ্যুদয়ে বিভিন্ন উপাদানের প্রভাব লক্ষ্য করা যায়। যেমন: প্রথা, ধর্ম, আদালত ইত্যাদি। এ কারণেই বিভিন্ন আইনের প্রকাশভঙ্গি বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন রকমের এবং বিভিন্ন রাষ্ট্রের আইনের উপাদান সমূহের মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্যও বিদ্যমান। বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রীয় আইনের অর্থনৈতিক,সামাজিক, রাষ্ট্রের আইন ব্যবস্থা সমূহকে একটা নিদিষ্ট আইন ব্যবস্থা হিসেবে গণ্য করা যায়। অনুরূপভাবে,পৃথিবীর সকল রাষ্ট্রের আইনের ব্যবস্থা সমূহকে আইনের প্রকৃতি, বিষয়বস্তু, অর্থনৈতিক ও সামাজিক নীতিমালা আদর্শগত অভিন্নতা এবং কয়েকটি সাধারণ বৈশিষ্ট্যের ভিত্তিতে নির্দিষ্ট কয়েকটি আইন ব্যবস্থার আলোকে একটি নির্দিষ্ট গ্রুফে ভাগ করা হয়েছে। এরূপ প্রত্যেকটি গ্রুপ এক-একটি প্রধান আইন ব্যবস্থা বা আইন পরিবার হিসেবে পরিচিত।
Rene David & Brierly এর মত অনুসারে,বর্তমান বিশ্বে প্রধানত চার ধরনের আইন ব্যবস্থা থাকলেও প্রকৃতপক্ষে নিম্নে উল্লেখিত পাঁচ ধরনের আইন ব্যবস্থা বিদ্যমান রয়েছে।
১.The Civil legal System (সিভিল আইন ব্যবস্থা) ২.The Common legal System (কমন বিচার ব্যবস্থা) ৩. The Soviet Legal System( সমাজতান্ত্রিক আইন৷ ব্যবস্থা ) ৪. The Philosophical or Religious Legal System ( দার্শনিক বা ধর্মীয় আইন ব্যবস্থা ) ৫. The Primitive Legal System (আদিম বা প্রাচীন আইন ব্যবস্থা)

১.The Civil Legal System: সিভিল আইন ব্যবস্হা মূলত রোমান আইন ব্যবস্থা ৷ বিশ্বের আদি ও প্রথম আইন ব্যবস্থা। রোমান আইন হলো এই আইন ব্যবস্থার মূল ভিত্তি। এ আইনের বৈশিষ্ট্য: ক. এই আইন ব্যবস্থা সৃষ্টিতে জুরিষ্টের ভূমিকাই প্রধান। এই আইন ব্যবস্থা পরিচালনা ও প্রয়োগ আদালতের উপর ন্যস্ত ছিল। খ. এর ক্রমবিকাশ সবচেয়ে বেশি ঘটে প্রাইভেট “ল”তে। গ.এ আইন সংহিতা বদ্ধকরণ, বিধিবদ্ধ আইনই এ ব্যবস্হার প্রধান উৎস। বর্তমানে ফ্রান্স,জাপান, জার্মানি,ইতালি,স্পেন,সাউথ আফ্রিকা, দক্ষিন ও মধ্য আমেরিকাতে এ আইন ব্যবস্থা প্রচলিত আছে।

২.The Common Legal System: কমন “ল” ব্যবস্থা হচ্ছে ইংল্যান্ডের আইন ও সে সমস্ত দেশের আইন নিয়ে গঠিত, যারা ইংলিশ আইনকে ভিত্তি করে তাদের আইন গঠন করেছে। এর উৎপত্তি ও ক্রমবিকাশ ভিন্ন উপায়ে ও ঐতিহাসিক পরিস্থিতিতে সাধিত হয়েছে। এ আইনের বৈশিষ্ট্য: ক. মাননীয় বিচারক মূলত এই আইন ব্যবস্থার সৃষ্টি করেছেন । খ. এ আইন ব্যবস্থা বিভিন্ন পদ্ধতিগত আইনের (Procedural Law) উপর গুরুত্ব আরোপ করে। গ. এ আইন ব্যবস্থায় precedent বা নজীর এর শক্ত অবস্হান রয়েছে।। ঘ. এর উৎপত্তি ইংল্যান্ডে এবং এ আইন ব্যবস্থায় ত্রিমুখী রূপ লক্ষ্য করা যায়। যেমন: ১.Common Law যা প্রধান উৎস হিসেবে গণ্য। ২. Equily Law যা দ্বারা উৎসের সংযোজন ও সংশোধন করা যায়। ৩. Statutory Laws অর্থাৎ Parliament কর্তৃক লিখিত আইন। এই ব্যবস্থাই পরবর্তী ব্রিটিশ উপনিবেশবাদ স্থাপনের মাধ্যমে পৃথিবীর নানা দেশে ছড়িয়ে পড়ে। বর্তমানে Common legal system ইংল্যান্ড, বাংলাদেশ, ইন্ডিয়া, আমেরিকা,অস্ট্রেলিয়া, কানাডা, পাকিস্তান, বার্মা,ফিলিপাইন, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড বিভিন্ন দেশে প্রচলিত

৩.The Soviet Legal System: সমাজতান্ত্রিক আইন ব্যবস্থা ১৯১৭ সালে রুশ বিপ্লবের পর কমিনিস্টদের চিন্তাধারা থেকে সোভিয়েত রাশিয়াতে সর্বপ্রথম সমাজতান্ত্রিক আইনের উদ্ভব ঘটে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বের অন্যতম আইন ব্যবস্থা হিসেবে এই আইন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। সমাজতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় চিন্তা-ধারা থেকে এই আইন ব্যবস্থার মূল ভিত্তি। এ আইনের বৈশিষ্ট্যঃ ক. সমাজতান্ত্রিক রাষ্ট্রের উদ্ভব এবং মার্কস ও ল্যালিনের মতামতের উপর প্রতিষ্ঠিত। এ বিচার ব্যাবস্থায় অন্তর্ভুক্ত রাষ্ট্র সমূহে আগে সিভিল “ল” প্রচলিত ছিল। এ আইন ব্যবস্থায় তার প্রভাব লক্ষ্য করা যায়,পরবর্তীতে এটিকে সংশোধন করা হয়। খ. এ আইনে রোমান ও জার্মান আইনের প্রভাব রয়েছে। এ আইন ব্যবস্থার মৌলিকত্ত্ব হচ্ছে এর জন্ম হয় রাষ্ট্র বিকাশের মাধ্যমে । গ. এ আইনে রাষ্ট্র ও আইনকে অভিন্ন করে দেখা হয়। এ আইনের উৎস হলো জনগণের ইচ্ছা। বর্তমানে চায়না, মঙ্গোলিয়া,উত্তর ভিয়েতনাম ,উত্তর কোরিয়া, বুলগেরিয়া,পশ্চিম জার্মানি,পোল্যান্ড, রোমানিয়া, ইয়ুগস্লাভিয়েতে এ আইন ব্যবস্থা প্রচলন রয়েছে।

৪. The Philosophical or Religious Legal system : বিশ্বের কোন কোন রাষ্ট্রে ধর্মীয় ও দার্শনিক আইন প্রচলিত রয়েছে। যেমন: মুসলিম আইন, হিন্দু আইন, ইহুদীদের আইন ইত্যাদি। এ সকল আইনের মূল ভিত্তি হল যার যার পবিত্র ধর্মীয় গ্রন্থ। মুসলিম আইন: এই আইন মুসলিমদের জন্য প্রযোজ্য এ আইন ব্যবস্থা আরবের দেশ সমূহে, বাংলাদেশ,উত্তর ও মধ্য আফ্রিকা,পশ্চিম ও দক্ষিন এশিয়ার দেশ সমূহে ও ইস্ট ইন্ডিজে প্রচলিত আছে।
হিন্দু আইন : এ আইন ব্যবস্হা হিন্দুদের জন্য প্রযোজ্য। এ আইন ব্যবস্হা ভারত, বাংলাদেশ বা হিন্দুরা যে অঞ্চল বা দেশে বাস করে সেখানে প্রচলিত আছে। ইহুদি আইন: এ আইন ইহুদীদের জন্য প্রযোজ্য। এ আইন ব্যবস্থা ইজরাইলে প্রচলিত আছে।

৫. The Primitive Legal System: আদিম আইনের মূল ভিত্তি হলো প্রাচীন প্রথা বা রীতি। এটি সাধারণত অনগ্রসর জনগণের জন্য প্রযোজ্য। এ আইন ব্যবস্থা সাউথ আফ্রিকা,ভারতীয় মহাসাগরীয় অঞ্চল ও এশীয় উপজাতিদের জন্য প্রযোজ্য।

বর্তমান বিশ্বে সিভিল “ল” ব্যবস্হা ও কমন “ল” ব্যবস্থা অধিক প্রচলিত। এজন্য এ দুই ব্যবস্থায় আদালতের ভূমিকা জানা খুবই জরুরী। তাই সিভিল “ল” ব্যবস্থা ও কমন “ল” ব্যবস্থায় আদালতের মধ্যে তুলনামূলক পার্থক্য নিম্নে উল্লেখ করা হলো;

১. সিভিল “ল” ব্যবস্থায় আদালতে Regular Court ও Administrative Court বিদ্যমান। অর্থাৎ সরকারী ও বেসরকারী লোকের জন্য ভিন্ন ভিন্ন আদালত রয়েছে। অন্যদিকে কমন “ল” ব্যবস্থায় সকলের বিচার করা হয় একই আদালতে, যদিও বাংলাদেশে সরকারী কর্মকর্তা ও কর্মচারীদের চাকুরী সংক্রান্ত মামলা পরিচালনার জন্য Administrative Tribunal রয়েছে।।

২.সিভিল “ল” ব্যবস্হায় দেওয়ানী ও ফৌজদারী মামলার বিচার একই আদালতে হয়। অন্যদিকে কমন “ল” ব্যবস্থায় দেওয়ানী ও ফৌজদারী মামলার বিচার পৃথক পৃথক আদালতে হয়।

৩. সিভিল “ল” ব্যবস্থায় মামলার প্রথম পর্যায়ে আপোষ মীমাংসার জন্য আলাদা প্রতিষ্ঠান রয়েছে। অন্যদিকে কমন “ল” ব্যবস্থায় এ ধরনের বিধিবদ্ধ আলাদা কোন প্রতিষ্ঠান নাই। যদিও বাংলাদেশে “আরবিট্রেশান এ্যাক্ট” রয়েছে এবং কিছু কিছু মামলায় আপোষ মীমাংসার বিধান রয়েছে।

৪. সিভিল “ল” ব্যবস্থায় প্রত্যেক কোর্টে একাধিক বিচারক রয়েছেন। অন্যদিকে কমন “ল” ব্যবস্থায় এরূপ কোনো ব্যবস্থা নেই। উচ্চ আদালত ব্যতীত একজন বিচারকই বিচারকার্য সমাধান করে থাকেন।

৫. সিভিল “ল” ব্যবস্থায় বিচারকগণ নিজেরাই তদন্ত করে আসল ঘটনার উদ্ঘাটন করে থাকেন। পক্ষান্তরে কমন “ল” ব্যবস্থায় আদালতের বিচারকগণ ঘটনা নির্ধারণে তদন্ত করতে পারেন না। তাঁরা শুধু আদালতের কাজ করে থাকেন।

৬. সিভিল “ল” ব্যবস্থায় মৌলিক অধিকার বাস্তবায়নে একটি “ফেডারেশান” আদালত বিদ্যমান। অন্যদিকে কমন “ল” ব্যবস্থায় এরকম আলাদা সাংবিধানিক আদালতের কোনো ব্যবস্থা নেই। এসব দেশে সুপ্রিমকোর্টই এর দায়িত্ব পালন করে।

৭. সিভিল “ল” ব্যবস্থায় আদালতের গঠন সহজ ও নির্দিষ্ট এখতিয়ার পুঙ্খানুপুংখরূপে বিভক্ত। অন্যদিকে কমন “ল” ব্যবস্থায় আদালতের বিভাগ রয়েছে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ আদালত পর্যন্ত,এখতিয়ার ও পরস্পর বিরোধী।

৮. সিভিল “ল ব্যবস্থায় একই কোর্টে একাধিক বিচারকের ক্ষেত্রে, কোনো বিচারক পৃথক রায় প্রদান করতে পারেন না। অন্যদিকে কমন “ল” ব্যবস্থায় একাধিক বিচারপতি থাকলে প্রত্যেকে ভিন্ন ভিন্ন রায় প্রদান করতে পারেন।

৯ .সিভিল “ল” ব্যবস্থায় পূর্ব-দৃষ্টান্তের বিধান নেই। অন্যদিকে কমন “ল” ব্যবস্থায় পূর্ব-দৃষ্টান্তের বিধান আছে।

১০. সিভিল “ল” ব্যবস্থায় আদালত কোনো বিধিকে অসাংবিধানিক ঘোষণা করতে পারেন না। অন্যদিকে কমন “ল” ব্যবস্থায় আদালত কোনো বিধিকে অসাংবিধানিক ঘোষণা করতে পারেন।

১১. সিভিল “ল” ব্যবস্থায় বিচারকদের দেয়া প্রদত্ত রায়ের যে কোনো রকম সমালোচনা করা যায়। অন্যদিকে কমন “ল” ব্যবস্থায় বিচারকদের রায়ের বিরুদ্ধে সমালোচনা করা যায় না।

১২. সিভিল “ল” ব্যবস্থাপনায় আইন পেশায় আইনগত প্রশিক্ষণ রাষ্ট্র নিয়ন্ত্রণ করে থাকে অন্যদিকে কমন “ল” ব্যবস্থায় আইনপেশার একটি সাধারণ বৈশিষ্ট্য আছে । যা স্বয়ংক্রিয় প্রশিক্ষণের দ্বারা প্রভাবিত।

সারাদেশ.নেট : বাংলাদেশে কোন বিচার ব্যবস্থা প্রচলিত ?

এডভোকেট জে,আর খাঁন (রবিন): বৃটিশরা এক সময় বিভিন্ন এলাকাকে তাদের উপনিবেশ পরিনত করেছিল এবং সেখানে তাদের আচার- আচরণ রীতি-নীতির উপর ভিত্তি করে আইন ব্যবস্থা গড়ে তুলেছিল। এ দৃষ্টিকোন থেকে বিচার করলে দেখা যায় যে,বাংলাদেশে তাদের অন্যতম একটি উপনিবেশিক অঞ্চল ছিল এবং এখানে তারা নিজেদের মতো করে আইন সমূহ প্রনয়ন করেছিল। এমনকি বর্তমানে বাংলাদেশের আইন ব্যবস্থায় যে আইন বিদ্যমান তার অধিকাংশই বৃটিশদের এবং তা আজ পর্যন্ত বলবৎ আছে। যেমন সাক্ষ্য আইন,১৮৭২, দন্ডবিধি ১৮৬০, দেওয়ানী কার্যবিধি,১৯০৮, সম্পত্তি হস্তান্তর আইন,১৮৮২ ইত্যাদি।। সার্বিক দিক বিবেচনা করলে দেখা যায় যে কমন “ল” ব্যবস্থায় যে সকল বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়, আমাদের দেশের বিচার ব্যবস্থায়ও একই ধরনের বৈশিষ্ট্য দেখা যায়। এটা নিঃসন্দেহে বলা যায় যে বাংলাদেশে কমন “ল” বিচার ব্যবস্থা প্রচলিত। সাথে সাথে বাংলাদেশে ধর্মীয় বিচার ব্যবস্হায় ব্যক্তিগত আইনও প্রচলিত।

চলবে……

এসএস//

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বিশ্ব বিচার ব্যবস্থা ও বাংলাদেশ : এডভোকেট জে,আর খাঁন (রবিন )

Update Time : ০৪:২৮:৫১ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২০

দিদারুল আলম: বাংলাদেশ সুপ্রিমকোর্টের আইনজীবী মোঃ জে,আর খাঁন (রবিন)। জনস্বার্থ সংক্রান্ত মামলা ও জনস্বার্থে বিভিন্ন বিষয়াদি উচ্চ আদালত এবং বিভিন্ন কর্তৃপক্ষের নজরে এনে প্রশংসিত হচ্ছেন এডভোকেট জে,আর খাঁন (রবিন)। অসহায় বিচারপ্রার্থীদের ন্যায় বিচার এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে জনগনের সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠায় এডভোকেট রবিন আইন পেশার প্রতি ভালবাসা ও কমিটমেন্টে বিরল উদ্যোগ নিচ্ছেন প্রতিনিয়ত।

সারাদেশ.নেট এর সঙ্গে কথা বলেছেন ‘বিশ্ব বিচার ব্যবস্থা ও বাংলাদেশ, সাংবিধানিক অধিকার ও জনস্বার্থ মামলা’ প্রেক্ষিতে।

সারাদেশ.নেট: বিশ্ব বিচার ব্যবস্থা ও বাংলাদেশের বিচার ব্যবস্থা নিয়ে তুলনামূলক তথ্য তুলে ধরবেন কি ?

জে,আর খাঁন (রবিন): প্রত্যেক দেশের আইন ব্যবস্থায় নিজস্ব কিছু রীতি রয়েছে। প্রত্যেক দেশ তার নিজস্ব রূপে এবং স্বাধীনভাবে তাদের কৃষ্টি,সংস্কৃতি,প্রকৃতি ও প্রয়োজনীয়তার ওপর নির্ভর করে Legal system বা আইন ব্যবস্থা প্রণয়ন করে থাকে। এটা স্বীকৃত যে, প্রত্যেক দেশ আইন ব্যবস্থা ব্যতিত প্রাণহীন দেহ। যা কোনো রকম কার্যই সম্পাদন করতে পারে না। বিভিন্ন দেশে আইন ব্যবস্থার অদ্ভ্যুদয়ে বিভিন্ন উপাদানের প্রভাব লক্ষ্য করা যায়। যেমন: প্রথা, ধর্ম, আদালত ইত্যাদি। এ কারণেই বিভিন্ন আইনের প্রকাশভঙ্গি বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন রকমের এবং বিভিন্ন রাষ্ট্রের আইনের উপাদান সমূহের মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্যও বিদ্যমান। বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রীয় আইনের অর্থনৈতিক,সামাজিক, রাষ্ট্রের আইন ব্যবস্থা সমূহকে একটা নিদিষ্ট আইন ব্যবস্থা হিসেবে গণ্য করা যায়। অনুরূপভাবে,পৃথিবীর সকল রাষ্ট্রের আইনের ব্যবস্থা সমূহকে আইনের প্রকৃতি, বিষয়বস্তু, অর্থনৈতিক ও সামাজিক নীতিমালা আদর্শগত অভিন্নতা এবং কয়েকটি সাধারণ বৈশিষ্ট্যের ভিত্তিতে নির্দিষ্ট কয়েকটি আইন ব্যবস্থার আলোকে একটি নির্দিষ্ট গ্রুফে ভাগ করা হয়েছে। এরূপ প্রত্যেকটি গ্রুপ এক-একটি প্রধান আইন ব্যবস্থা বা আইন পরিবার হিসেবে পরিচিত।
Rene David & Brierly এর মত অনুসারে,বর্তমান বিশ্বে প্রধানত চার ধরনের আইন ব্যবস্থা থাকলেও প্রকৃতপক্ষে নিম্নে উল্লেখিত পাঁচ ধরনের আইন ব্যবস্থা বিদ্যমান রয়েছে।
১.The Civil legal System (সিভিল আইন ব্যবস্থা) ২.The Common legal System (কমন বিচার ব্যবস্থা) ৩. The Soviet Legal System( সমাজতান্ত্রিক আইন৷ ব্যবস্থা ) ৪. The Philosophical or Religious Legal System ( দার্শনিক বা ধর্মীয় আইন ব্যবস্থা ) ৫. The Primitive Legal System (আদিম বা প্রাচীন আইন ব্যবস্থা)

১.The Civil Legal System: সিভিল আইন ব্যবস্হা মূলত রোমান আইন ব্যবস্থা ৷ বিশ্বের আদি ও প্রথম আইন ব্যবস্থা। রোমান আইন হলো এই আইন ব্যবস্থার মূল ভিত্তি। এ আইনের বৈশিষ্ট্য: ক. এই আইন ব্যবস্থা সৃষ্টিতে জুরিষ্টের ভূমিকাই প্রধান। এই আইন ব্যবস্থা পরিচালনা ও প্রয়োগ আদালতের উপর ন্যস্ত ছিল। খ. এর ক্রমবিকাশ সবচেয়ে বেশি ঘটে প্রাইভেট “ল”তে। গ.এ আইন সংহিতা বদ্ধকরণ, বিধিবদ্ধ আইনই এ ব্যবস্হার প্রধান উৎস। বর্তমানে ফ্রান্স,জাপান, জার্মানি,ইতালি,স্পেন,সাউথ আফ্রিকা, দক্ষিন ও মধ্য আমেরিকাতে এ আইন ব্যবস্থা প্রচলিত আছে।

২.The Common Legal System: কমন “ল” ব্যবস্থা হচ্ছে ইংল্যান্ডের আইন ও সে সমস্ত দেশের আইন নিয়ে গঠিত, যারা ইংলিশ আইনকে ভিত্তি করে তাদের আইন গঠন করেছে। এর উৎপত্তি ও ক্রমবিকাশ ভিন্ন উপায়ে ও ঐতিহাসিক পরিস্থিতিতে সাধিত হয়েছে। এ আইনের বৈশিষ্ট্য: ক. মাননীয় বিচারক মূলত এই আইন ব্যবস্থার সৃষ্টি করেছেন । খ. এ আইন ব্যবস্থা বিভিন্ন পদ্ধতিগত আইনের (Procedural Law) উপর গুরুত্ব আরোপ করে। গ. এ আইন ব্যবস্থায় precedent বা নজীর এর শক্ত অবস্হান রয়েছে।। ঘ. এর উৎপত্তি ইংল্যান্ডে এবং এ আইন ব্যবস্থায় ত্রিমুখী রূপ লক্ষ্য করা যায়। যেমন: ১.Common Law যা প্রধান উৎস হিসেবে গণ্য। ২. Equily Law যা দ্বারা উৎসের সংযোজন ও সংশোধন করা যায়। ৩. Statutory Laws অর্থাৎ Parliament কর্তৃক লিখিত আইন। এই ব্যবস্থাই পরবর্তী ব্রিটিশ উপনিবেশবাদ স্থাপনের মাধ্যমে পৃথিবীর নানা দেশে ছড়িয়ে পড়ে। বর্তমানে Common legal system ইংল্যান্ড, বাংলাদেশ, ইন্ডিয়া, আমেরিকা,অস্ট্রেলিয়া, কানাডা, পাকিস্তান, বার্মা,ফিলিপাইন, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড বিভিন্ন দেশে প্রচলিত

৩.The Soviet Legal System: সমাজতান্ত্রিক আইন ব্যবস্থা ১৯১৭ সালে রুশ বিপ্লবের পর কমিনিস্টদের চিন্তাধারা থেকে সোভিয়েত রাশিয়াতে সর্বপ্রথম সমাজতান্ত্রিক আইনের উদ্ভব ঘটে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বের অন্যতম আইন ব্যবস্থা হিসেবে এই আইন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। সমাজতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় চিন্তা-ধারা থেকে এই আইন ব্যবস্থার মূল ভিত্তি। এ আইনের বৈশিষ্ট্যঃ ক. সমাজতান্ত্রিক রাষ্ট্রের উদ্ভব এবং মার্কস ও ল্যালিনের মতামতের উপর প্রতিষ্ঠিত। এ বিচার ব্যাবস্থায় অন্তর্ভুক্ত রাষ্ট্র সমূহে আগে সিভিল “ল” প্রচলিত ছিল। এ আইন ব্যবস্থায় তার প্রভাব লক্ষ্য করা যায়,পরবর্তীতে এটিকে সংশোধন করা হয়। খ. এ আইনে রোমান ও জার্মান আইনের প্রভাব রয়েছে। এ আইন ব্যবস্থার মৌলিকত্ত্ব হচ্ছে এর জন্ম হয় রাষ্ট্র বিকাশের মাধ্যমে । গ. এ আইনে রাষ্ট্র ও আইনকে অভিন্ন করে দেখা হয়। এ আইনের উৎস হলো জনগণের ইচ্ছা। বর্তমানে চায়না, মঙ্গোলিয়া,উত্তর ভিয়েতনাম ,উত্তর কোরিয়া, বুলগেরিয়া,পশ্চিম জার্মানি,পোল্যান্ড, রোমানিয়া, ইয়ুগস্লাভিয়েতে এ আইন ব্যবস্থা প্রচলন রয়েছে।

৪. The Philosophical or Religious Legal system : বিশ্বের কোন কোন রাষ্ট্রে ধর্মীয় ও দার্শনিক আইন প্রচলিত রয়েছে। যেমন: মুসলিম আইন, হিন্দু আইন, ইহুদীদের আইন ইত্যাদি। এ সকল আইনের মূল ভিত্তি হল যার যার পবিত্র ধর্মীয় গ্রন্থ। মুসলিম আইন: এই আইন মুসলিমদের জন্য প্রযোজ্য এ আইন ব্যবস্থা আরবের দেশ সমূহে, বাংলাদেশ,উত্তর ও মধ্য আফ্রিকা,পশ্চিম ও দক্ষিন এশিয়ার দেশ সমূহে ও ইস্ট ইন্ডিজে প্রচলিত আছে।
হিন্দু আইন : এ আইন ব্যবস্হা হিন্দুদের জন্য প্রযোজ্য। এ আইন ব্যবস্হা ভারত, বাংলাদেশ বা হিন্দুরা যে অঞ্চল বা দেশে বাস করে সেখানে প্রচলিত আছে। ইহুদি আইন: এ আইন ইহুদীদের জন্য প্রযোজ্য। এ আইন ব্যবস্থা ইজরাইলে প্রচলিত আছে।

৫. The Primitive Legal System: আদিম আইনের মূল ভিত্তি হলো প্রাচীন প্রথা বা রীতি। এটি সাধারণত অনগ্রসর জনগণের জন্য প্রযোজ্য। এ আইন ব্যবস্থা সাউথ আফ্রিকা,ভারতীয় মহাসাগরীয় অঞ্চল ও এশীয় উপজাতিদের জন্য প্রযোজ্য।

বর্তমান বিশ্বে সিভিল “ল” ব্যবস্হা ও কমন “ল” ব্যবস্থা অধিক প্রচলিত। এজন্য এ দুই ব্যবস্থায় আদালতের ভূমিকা জানা খুবই জরুরী। তাই সিভিল “ল” ব্যবস্থা ও কমন “ল” ব্যবস্থায় আদালতের মধ্যে তুলনামূলক পার্থক্য নিম্নে উল্লেখ করা হলো;

১. সিভিল “ল” ব্যবস্থায় আদালতে Regular Court ও Administrative Court বিদ্যমান। অর্থাৎ সরকারী ও বেসরকারী লোকের জন্য ভিন্ন ভিন্ন আদালত রয়েছে। অন্যদিকে কমন “ল” ব্যবস্থায় সকলের বিচার করা হয় একই আদালতে, যদিও বাংলাদেশে সরকারী কর্মকর্তা ও কর্মচারীদের চাকুরী সংক্রান্ত মামলা পরিচালনার জন্য Administrative Tribunal রয়েছে।।

২.সিভিল “ল” ব্যবস্হায় দেওয়ানী ও ফৌজদারী মামলার বিচার একই আদালতে হয়। অন্যদিকে কমন “ল” ব্যবস্থায় দেওয়ানী ও ফৌজদারী মামলার বিচার পৃথক পৃথক আদালতে হয়।

৩. সিভিল “ল” ব্যবস্থায় মামলার প্রথম পর্যায়ে আপোষ মীমাংসার জন্য আলাদা প্রতিষ্ঠান রয়েছে। অন্যদিকে কমন “ল” ব্যবস্থায় এ ধরনের বিধিবদ্ধ আলাদা কোন প্রতিষ্ঠান নাই। যদিও বাংলাদেশে “আরবিট্রেশান এ্যাক্ট” রয়েছে এবং কিছু কিছু মামলায় আপোষ মীমাংসার বিধান রয়েছে।

৪. সিভিল “ল” ব্যবস্থায় প্রত্যেক কোর্টে একাধিক বিচারক রয়েছেন। অন্যদিকে কমন “ল” ব্যবস্থায় এরূপ কোনো ব্যবস্থা নেই। উচ্চ আদালত ব্যতীত একজন বিচারকই বিচারকার্য সমাধান করে থাকেন।

৫. সিভিল “ল” ব্যবস্থায় বিচারকগণ নিজেরাই তদন্ত করে আসল ঘটনার উদ্ঘাটন করে থাকেন। পক্ষান্তরে কমন “ল” ব্যবস্থায় আদালতের বিচারকগণ ঘটনা নির্ধারণে তদন্ত করতে পারেন না। তাঁরা শুধু আদালতের কাজ করে থাকেন।

৬. সিভিল “ল” ব্যবস্থায় মৌলিক অধিকার বাস্তবায়নে একটি “ফেডারেশান” আদালত বিদ্যমান। অন্যদিকে কমন “ল” ব্যবস্থায় এরকম আলাদা সাংবিধানিক আদালতের কোনো ব্যবস্থা নেই। এসব দেশে সুপ্রিমকোর্টই এর দায়িত্ব পালন করে।

৭. সিভিল “ল” ব্যবস্থায় আদালতের গঠন সহজ ও নির্দিষ্ট এখতিয়ার পুঙ্খানুপুংখরূপে বিভক্ত। অন্যদিকে কমন “ল” ব্যবস্থায় আদালতের বিভাগ রয়েছে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ আদালত পর্যন্ত,এখতিয়ার ও পরস্পর বিরোধী।

৮. সিভিল “ল ব্যবস্থায় একই কোর্টে একাধিক বিচারকের ক্ষেত্রে, কোনো বিচারক পৃথক রায় প্রদান করতে পারেন না। অন্যদিকে কমন “ল” ব্যবস্থায় একাধিক বিচারপতি থাকলে প্রত্যেকে ভিন্ন ভিন্ন রায় প্রদান করতে পারেন।

৯ .সিভিল “ল” ব্যবস্থায় পূর্ব-দৃষ্টান্তের বিধান নেই। অন্যদিকে কমন “ল” ব্যবস্থায় পূর্ব-দৃষ্টান্তের বিধান আছে।

১০. সিভিল “ল” ব্যবস্থায় আদালত কোনো বিধিকে অসাংবিধানিক ঘোষণা করতে পারেন না। অন্যদিকে কমন “ল” ব্যবস্থায় আদালত কোনো বিধিকে অসাংবিধানিক ঘোষণা করতে পারেন।

১১. সিভিল “ল” ব্যবস্থায় বিচারকদের দেয়া প্রদত্ত রায়ের যে কোনো রকম সমালোচনা করা যায়। অন্যদিকে কমন “ল” ব্যবস্থায় বিচারকদের রায়ের বিরুদ্ধে সমালোচনা করা যায় না।

১২. সিভিল “ল” ব্যবস্থাপনায় আইন পেশায় আইনগত প্রশিক্ষণ রাষ্ট্র নিয়ন্ত্রণ করে থাকে অন্যদিকে কমন “ল” ব্যবস্থায় আইনপেশার একটি সাধারণ বৈশিষ্ট্য আছে । যা স্বয়ংক্রিয় প্রশিক্ষণের দ্বারা প্রভাবিত।

সারাদেশ.নেট : বাংলাদেশে কোন বিচার ব্যবস্থা প্রচলিত ?

এডভোকেট জে,আর খাঁন (রবিন): বৃটিশরা এক সময় বিভিন্ন এলাকাকে তাদের উপনিবেশ পরিনত করেছিল এবং সেখানে তাদের আচার- আচরণ রীতি-নীতির উপর ভিত্তি করে আইন ব্যবস্থা গড়ে তুলেছিল। এ দৃষ্টিকোন থেকে বিচার করলে দেখা যায় যে,বাংলাদেশে তাদের অন্যতম একটি উপনিবেশিক অঞ্চল ছিল এবং এখানে তারা নিজেদের মতো করে আইন সমূহ প্রনয়ন করেছিল। এমনকি বর্তমানে বাংলাদেশের আইন ব্যবস্থায় যে আইন বিদ্যমান তার অধিকাংশই বৃটিশদের এবং তা আজ পর্যন্ত বলবৎ আছে। যেমন সাক্ষ্য আইন,১৮৭২, দন্ডবিধি ১৮৬০, দেওয়ানী কার্যবিধি,১৯০৮, সম্পত্তি হস্তান্তর আইন,১৮৮২ ইত্যাদি।। সার্বিক দিক বিবেচনা করলে দেখা যায় যে কমন “ল” ব্যবস্থায় যে সকল বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়, আমাদের দেশের বিচার ব্যবস্থায়ও একই ধরনের বৈশিষ্ট্য দেখা যায়। এটা নিঃসন্দেহে বলা যায় যে বাংলাদেশে কমন “ল” বিচার ব্যবস্থা প্রচলিত। সাথে সাথে বাংলাদেশে ধর্মীয় বিচার ব্যবস্হায় ব্যক্তিগত আইনও প্রচলিত।

চলবে……

এসএস//