ফেনীতে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত
- Update Time : ০৪:৫৪:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২০
- / ১ Time View
ফেনী প্রতিনিধি: ফেনীতে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও আহত হয়েছে কয়েকজন।
জেলার দাগনভূঞা উপজেলার বসুরহাট রোড়ের উত্তর গনিপুর এলাকায় লাল মসজিদের সামনে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী মো. জাকারিয়া ও আইনুল হক নিহত হন। আহত হন আরও তিন যাত্রী। জাকারিয়া সিরাজগঞ্জের ফুলবাড়ি থানার মো. সোলাইমানের ছেলে এবং আইনুল হক নেত্রকোনার আটপাড়া থানার নবাবপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।
শুক্রবার ৩০ অক্টোবর সকাল ৮টার দিকে দাগনভূঞা উপজেলার বসুরহাট রোড়ের উত্তর গনিপুর এলাকায় লাল মসজিদের সামনে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী মো. জাকারিয়া ও আইনুল হক নিহত হন। আহত হন আরও তিন যাত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান, বসুরহাট রোডে লাল মসজিদের কাছে ড্রিমলাইন পরিবহনের একটি বাস বিপরীত দিক আসা একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হন। আহত তিনজনকে প্রথমে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের ফেনী জেনারেল হসপাতালে পাঠানো হয়।
দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ আহমেদ জানান, নিহত দুজনের লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশা জব্দ করেছে।
এসএস//