ইরফানের দেহরক্ষী দীপু গ্রেপ্তার
- Update Time : ১২:৫৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০
- / ১ Time View
সারাদেশ ডেস্ক : নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট ওয়াসিফ আহমেদকে মারধরের ঘটনায় দায়ের করা মামলায় সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ইরফানের সেলিমের ব্যক্তিগত সহকারী এবি সিদ্দিক দীপুকে (৪৫) গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ মঙ্গলবার ২৭অক্টোবর ভোরে তাকে টাঙ্গাইল থেকে গ্রেফতার করা হয়।
রবিবার রাতে হাজী সেলিমের ছেলে এরফান সেলিমের হাতে লাঞ্ছিত হন নৌবাহিনী কর্মকর্তা লেফটেন্যান্ট ওয়াসিফ আহমদ ও তার স্ত্রী। এ ঘটনায় ইরফান সেলিমসহ মোট সাতজনের বিরুদ্ধে ধানমন্ডি থানায় হত্যা চেষ্টার মামলা করেন লেফটেন্যান্ট ওয়াসিফ আহমদ।
পুলিশ সূত্র মতে, ঘটনার সময় সংসদ সদস্য হাজী সেলিম গাড়িতে ছিলেন না। তার ছেলে ইরফান ও নিরাপত্তারক্ষী ছিলেন।
মামলার ৪ নম্বর আসামি গাড়িচালক মিজানুর রহমানকে ঘটনার পরই গ্রেফতার করে পুলিশ। আর মামলার প্রধান আসামি ইরফান সেলিম ও তার দেহরক্ষী তিন নম্বর আসামি মো. জাহিদকে অবৈধ ওয়াকিটকি ও মাদক রাখার দায়ে এক বছর করে কারাদণ্ডাদেশ দিয়েছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
এসএস//