শিরোনাম:
স্পেনে জরুরি অবস্থা জারি
- Update Time : ১২:৪২:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২০
- / ১ Time View
আন্তর্জাতিক ডেস্ক : মহামারি
করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় সারাদেশে জরুরি অবস্থা জারি করেছেন স্পেন সরকার।
দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ রোববার ২৫ অক্টোবর মন্ত্রিপরিষদের সঙ্গে বৈঠকের পর টেলিভিশনে দেয়া ভাষণে এ ঘোষণা দিয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, জরুরি অবস্থার সঙ্গে কারফিউও জারি করা হয়েছে। তবে একমাত্র ক্যানারি আইল্যান্ডকে এই নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে। নতুন করে জারি করা জরুরি অবস্থা আগামী বছরের মে পর্যন্ত বলবৎ থাকবে বলে জানিয়েছেন সানচেজ। টেলিভিশনে দেয়া ভাষণে স্প্যানিশ প্রধানমন্ত্রী বলেছেন, ‘পরিস্থিতি চরম পর্যায়ের দিকে যাচ্ছে।’
স্পেনে করোনার দ্বিতীয় দফা ঢেউ আঘাত হেনেছে। ইতোমধ্যে প্রথম ইউরোপীয় দেশ হিসেবে করোনায় আক্রান্তের সংখ্যা ১০ লাখ অতিক্রম করেছে।
এসএস/