জামালপুরে হত্যা মামলায় একজনের ফাঁসি
- Update Time : ০১:২২:৪২ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২০
- / ১ Time View
জামালপুর প্রতিনিধি: জামালপুরে ভাড়ায় মোটরসাইকেল চালক জিয়াউল হক (৩২) হত্যা মামলায় একজনের ফাঁসি ও দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত।
রোববার ১৮ অক্টোবর জেলা ও দায়রা জজ মো. জুলফিকার আলী খাঁন এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন ইসলামপুর উপজেলার করইতার খানবাড়ী গ্রামের মাহবুবুর রহমান ওরফে বুলবুল।
মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মেলান্দহ উপজেলার মাঝবন্দ নাংলা গ্রামের নুর মোহাম্মদের ছেলে মনির ও একই উপজেলার গোবিন্দপুর নাংলা গ্রামের সুলতানের ছেলে বাবু।
রাষ্ট্রপক্ষের আইনজীবী নির্মল কান্তি ভদ্র সাংবাদিকদের জানান, ২০১১ সালের ৫ অক্টোবর সকালে ইসলামপুর উপজেলার ধর্মকুড়া শান্তিপাড়া গ্রামের ভাড়ায় মোটরসাইকেল চালক জিয়াউল হককে (৩২) পার্শ্ববর্তী করইতার গ্রামের বুলবুল জামালপুরের নান্দিনায় শ্বশুরবাড়িতে যাওয়ার জন্য মোটরসাইকেল ভাড়া নেয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরদিন ৬ অক্টোবর দুপুরে মেলান্দহ উপজেলার চারাইলদার পাথালিয়া গ্রামের মতিবর হাজির ধানক্ষেত থেকে জিয়াউল হকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়। পরে ওইদিনই নিহতের স্ত্রী বিউটি বেগম জেলার মেলান্দহ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
আদালত ১৮ জন সাক্ষীর মধ্যে ১৪ জনের সাক্ষ্যগ্রহণ গ্রহণ করা হয়।
এসএস//