শিরোনাম:
বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত

- Update Time : ০৬:১৮:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২০
- / ৮ Time View
সারাদেশ ডেস্ক : রোববার ভোর সোয়া চারটার দিকে চুয়াডাঙ্গার ঠাকুরপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ওমিদুল ইসলাম (২৭) নামের একজন নিহত হয়েছেন। সীমান্তের ৮৯ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে। কার্পাসডাঙ্গা ইউনিয়নের ঠাকুরপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে নিহত ওমিদুল।
জানা গেছে, বন্ধুদের প্ররোচনায় ওমিদুল গরু ব্যবসায় যোগ দেন। শনিবার রাতে ভারত থেকে গরু আনার জন্য বাড়ি থেকে বের হয়ে তিনি আর ঘর ফেরেননি। আজ রোববার সকালে বিজিবির মাধ্যমে ছেলের মৃত্যুর খবর পান তিনি।
চুয়াডাঙ্গা বিজিবি-৬ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বিজিবি জানায়, বিএসএফ ওমিদুলের লাশ অ্যাম্বুলেন্সে করে অন্যত্র সরিয়ে নিয়েছে। এ ঘটনার কড়া প্রতিবাদ জানানোর পাশাপাশি লাশ ফেরত চেয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
এসএস//