Dhaka 6:20 pm, Saturday, 18 January 2025
শিরোনাম:
শহীদ বুদ্ধিজীবী দিবসে বিএফইউজে-ডিইউজে’র আলোচনা সভা অনুষ্ঠিত ১৯ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত সুপ্রিম কোর্টে অবকাশ : জরুরি মামলা শুনানিতে অবকাশকালীন বেঞ্চ জান প্রাণ দিয়ে জনআস্থা ধরে রাখতে হবে : তারেক রহমান বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যান সমিতির নতুন কমিটির অভিষেক : সভাপতি রফিকুল মহাসচিব সাত্তার সাংগঠনিক তোফাজ্জল কোটায় চাকরি : কুমিল্লার এসপি হচ্ছেন জুলাই বিপ্লবে গুলি করা ছাত্রলীগ ক্যাডার নাজির সম্প্রচারিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, কাল্পনিক এবং ভিত্তিহীন : সুপ্রিম কোর্ট প্রশাসন মতিঝিল থানা ৮নং ওয়ার্ড যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত আওয়ামী লীগসহ ১১টি দলের রাজনৈতিক কার্যক্রম বন্ধে নির্দেশনা চেয়ে রিট বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যান সমিতির সভাপতি রফিক, মহাসচিব সাত্তার সাংগঠনিক সম্পাদক তফাজ্জল বুড়িচং জগতপুরে অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়ে গেছে একটি পরিবার

প্রাকৃতিক উপায়ে মেকআপ তুলুন

  • Update Time : 07:39:31 am, Thursday, 15 October 2020
  • 0 Time View

লাইফস্টাইল ডেস্ক : নিজেকে সুন্দর করে তুলতে সাজগোজের বিকল্প নেই। নিজেকে সুন্দর ও আকর্ষণীয় করে তুলতে আমরা যা যা ব্যবহার করি, সেগুলোর বেশির ভাগই রাসায়নিক। ফলে ব্যবহারের পর সেগুলোকে সঠিকভাবে তুলে ফেলতে হয়। নইলে ত্বক, চুল বা নখের ক্ষতি হয়। সাজগোজের ব্যাপারে ত্বক, বিশেষ করে মুখের ত্বকে মেকআপ করা হয় বেশি। ফলে মেকআপজনিত ক্ষতি ত্বকেই বেশি হয়। তাই সাজগোজের নির্দিষ্ট সময় পর ত্বক থেকে মেকআপ তুলে ফেলতে হয়। সাজ তোলার জন্য অনেকেই মেকআপ ওয়াইপস বা রিমুভার ব্যবহার করতে চান না। কোন ত্বকে কেমন মেকআপ রিমুভার মানানসই, সেটাও অবশ্য বোঝা মুশকিল। আবার কারও ত্বকে হয়তো এ থেকে অ্যালার্জিও হতে পারে। তবে এ অজুহাতে মেকআপ তুলে ফেলার ধাপটা এড়াতে পারবেন না। প্রাকৃতিক নানা উপাদানই চমৎকার কাজ করে মেকআপ রিমুভার হিসেবে। সেগুলো আপনি বাড়িতেই পেয়ে যাবেন। প্রাকৃতিক কয়েকটি মেকআপ রিমুভারের নাম ও ব্যবহারের পদ্ধতি জানিয়েছেন রূপবিশেষজ্ঞ শারমিন কচি।

জলপাই তেল অথবা অলিভ অয়েল ভালো মেকআপ রিমুভারের কাজ করে। এ ছাড়া তিসির তেল ও তিলের তেল এ কাজে ব্যবহার করতে পারেন। যেকোনো ধরনের তেলের সঙ্গে একটু পানি মিশিয়ে নিন। এবার এটি পরিষ্কার তুলায় নিয়ে মুখে কিছুক্ষণ মালিশ করুন। ভারী মেকআপ নিলে তা খুব সহজেই তেলের মাধ্যমে উঠে আসবে। নারকেল তেল একটু থকথকে হয় বলে মেকআপ তোলার কাজে এটি ব্যবহার করা একটু অসুবিধাজনক। কম ঘনত্বের তেল ব্যবহার করা ভালো। চোখের মাসকারা ও কাজল তেল দিয়ে সহজেই তুলে ফেলা যায়। তবে সতর্ক থাকতে হবে যেন তেল চোখের ভেতর ঢুকে না যায়।

তেল দিয়ে মেকআপ তোলার পর তুলায় গোলাপজল ভিজিয়ে তা দিয়ে পুরো মুখ পরিষ্কার করে নিতে পারেন। কচি শসা ভালোভাবে ব্লেন্ড করে তার রস মুখে লাগালে মেকআপ উঠবে। এটি ত্বকের জন্যও ভালো। সবুজ আঙুরের রস প্রাকৃতিক টোনার এবং ক্লিনজারের কাজ করে। আলু থেঁতলে তা থেকে যে রস বের হয়, তা মুখে ১০-১৫ মিনিট মালিশ করুন। এটি মেকআপ তুলতে সাহায্য করবে। এই কায়দায় চোখের মেকআপও তোলা যাবে। চোখের নিচের কালি দূর করতেও কাজে দেয় এটি। পাকা টমেটোর রস প্রাকৃতিক ব্লিচের কাজ করে। অল্প পরিমাণ সুজি টেলে লাল করে নিয়ে টমেটোর রসের সঙ্গে মিশিয়ে ব্যবহার করতে পারেন। এটি একই সঙ্গে মেকআপ রিমুভার এবং স্ক্রাবারের কাজ করবে।

মূলার রসের সঙ্গে অল্প একটু গোলাপজল মিশিয়ে মুখের মেকআপ তুলে ফেলতে পারেন। এই মিশ্রণ যেকোনো দাগ ওঠাতে দারুণ কার্যকর। টক দই থেকে পানি ছেঁকে ফেলে দেওয়ার পর এর সঙ্গে সামান্য পরিমাণ অলিভ অয়েল মিশিয়ে মুখে মালিশ করুন, মেকআপ উঠে যাবে। পানি না ফেলে সরাসরি টক দই ব্যবহার করা মুখের ত্বকের জন্য ক্ষতিকর হতে পারে। মিশ্রণটি তুলায় লাগিয়ে ঠোঁটের লিপস্টিকও তুলতে পারবেন।

এসএস//

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News Room

জনপ্রিয় সংবাদ

শহীদ বুদ্ধিজীবী দিবসে বিএফইউজে-ডিইউজে’র আলোচনা সভা অনুষ্ঠিত

প্রাকৃতিক উপায়ে মেকআপ তুলুন

Update Time : 07:39:31 am, Thursday, 15 October 2020

লাইফস্টাইল ডেস্ক : নিজেকে সুন্দর করে তুলতে সাজগোজের বিকল্প নেই। নিজেকে সুন্দর ও আকর্ষণীয় করে তুলতে আমরা যা যা ব্যবহার করি, সেগুলোর বেশির ভাগই রাসায়নিক। ফলে ব্যবহারের পর সেগুলোকে সঠিকভাবে তুলে ফেলতে হয়। নইলে ত্বক, চুল বা নখের ক্ষতি হয়। সাজগোজের ব্যাপারে ত্বক, বিশেষ করে মুখের ত্বকে মেকআপ করা হয় বেশি। ফলে মেকআপজনিত ক্ষতি ত্বকেই বেশি হয়। তাই সাজগোজের নির্দিষ্ট সময় পর ত্বক থেকে মেকআপ তুলে ফেলতে হয়। সাজ তোলার জন্য অনেকেই মেকআপ ওয়াইপস বা রিমুভার ব্যবহার করতে চান না। কোন ত্বকে কেমন মেকআপ রিমুভার মানানসই, সেটাও অবশ্য বোঝা মুশকিল। আবার কারও ত্বকে হয়তো এ থেকে অ্যালার্জিও হতে পারে। তবে এ অজুহাতে মেকআপ তুলে ফেলার ধাপটা এড়াতে পারবেন না। প্রাকৃতিক নানা উপাদানই চমৎকার কাজ করে মেকআপ রিমুভার হিসেবে। সেগুলো আপনি বাড়িতেই পেয়ে যাবেন। প্রাকৃতিক কয়েকটি মেকআপ রিমুভারের নাম ও ব্যবহারের পদ্ধতি জানিয়েছেন রূপবিশেষজ্ঞ শারমিন কচি।

জলপাই তেল অথবা অলিভ অয়েল ভালো মেকআপ রিমুভারের কাজ করে। এ ছাড়া তিসির তেল ও তিলের তেল এ কাজে ব্যবহার করতে পারেন। যেকোনো ধরনের তেলের সঙ্গে একটু পানি মিশিয়ে নিন। এবার এটি পরিষ্কার তুলায় নিয়ে মুখে কিছুক্ষণ মালিশ করুন। ভারী মেকআপ নিলে তা খুব সহজেই তেলের মাধ্যমে উঠে আসবে। নারকেল তেল একটু থকথকে হয় বলে মেকআপ তোলার কাজে এটি ব্যবহার করা একটু অসুবিধাজনক। কম ঘনত্বের তেল ব্যবহার করা ভালো। চোখের মাসকারা ও কাজল তেল দিয়ে সহজেই তুলে ফেলা যায়। তবে সতর্ক থাকতে হবে যেন তেল চোখের ভেতর ঢুকে না যায়।

তেল দিয়ে মেকআপ তোলার পর তুলায় গোলাপজল ভিজিয়ে তা দিয়ে পুরো মুখ পরিষ্কার করে নিতে পারেন। কচি শসা ভালোভাবে ব্লেন্ড করে তার রস মুখে লাগালে মেকআপ উঠবে। এটি ত্বকের জন্যও ভালো। সবুজ আঙুরের রস প্রাকৃতিক টোনার এবং ক্লিনজারের কাজ করে। আলু থেঁতলে তা থেকে যে রস বের হয়, তা মুখে ১০-১৫ মিনিট মালিশ করুন। এটি মেকআপ তুলতে সাহায্য করবে। এই কায়দায় চোখের মেকআপও তোলা যাবে। চোখের নিচের কালি দূর করতেও কাজে দেয় এটি। পাকা টমেটোর রস প্রাকৃতিক ব্লিচের কাজ করে। অল্প পরিমাণ সুজি টেলে লাল করে নিয়ে টমেটোর রসের সঙ্গে মিশিয়ে ব্যবহার করতে পারেন। এটি একই সঙ্গে মেকআপ রিমুভার এবং স্ক্রাবারের কাজ করবে।

মূলার রসের সঙ্গে অল্প একটু গোলাপজল মিশিয়ে মুখের মেকআপ তুলে ফেলতে পারেন। এই মিশ্রণ যেকোনো দাগ ওঠাতে দারুণ কার্যকর। টক দই থেকে পানি ছেঁকে ফেলে দেওয়ার পর এর সঙ্গে সামান্য পরিমাণ অলিভ অয়েল মিশিয়ে মুখে মালিশ করুন, মেকআপ উঠে যাবে। পানি না ফেলে সরাসরি টক দই ব্যবহার করা মুখের ত্বকের জন্য ক্ষতিকর হতে পারে। মিশ্রণটি তুলায় লাগিয়ে ঠোঁটের লিপস্টিকও তুলতে পারবেন।

এসএস//