আন্তজার্তিক ডেস্ক : চীনের উহান শহরের হুনান মার্কেট পরিদর্শনের যাবেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তদন্তকারী দল।
করোনাভাইরাসের উৎস অনুসন্ধানের তদন্তে নিয়োজিত দলটির রোববার সেখানে যাওয়ার কথা রয়েছে বলে রয়টার্স জানিয়েছে।
গত বছরের ৩০ ডিসেম্বর বিশ্ব স্বাস্থ্য সংস্থার হুশিয়ারের পর নতুন করোনাভাইরাস শনাক্ত করে চীন।
বিজ্ঞানীরা প্রথম থেকেই ধারণা করে আসছেন যে, বিশ্বের সবচেয়ে জনবহুল দেশটির হুবেইপ্রদেশের উহান শহরের একটি সি ফুড মার্কেট থেকে ওই ভাইরাস ছড়িয়েছে।
সি ফুডের পাশাপাশি বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণীও ওই মার্কেটে বিক্রি হতো, যা পরে বন্ধ করে দেয় চীনা কর্তৃপক্ষ। গোড়ার দিকে সাপ, বাদুড় ও ভোঁদড়ের দিকে ইঙ্গিত ছিল অনেকের।
উহানের এই বাজার করোনাভাইরাসের উৎস নয় বলে মনে করছেন চীনের বেশ কিছু কূটনীতিক। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমেরও একই ধারণা। অন্য কোনো দেশে ভাইরাসটির সম্ভাব্য উদ্ভবের তত্ত্বগুলোতে সমর্থনও দিচ্ছে তারা।
চীনে পৌঁছানোর পর ১৪ দিনের কোয়ারেন্টিন শেষে ডব্লিউএইচওর বিশেষজ্ঞ দল বৃহস্পতিবার থেকে মাঠ পর্যায়ের তদন্ত শুরু করেছে।
দলটি উহানের বিভিন্ন গবেষণাগার, মার্কেট ও হাসপাতাল পরিদর্শন করবে বলে ধারণা করা হচ্ছে।
এসএস//
Leave a Reply