ক্যান্সারের জন্য দায়ী কোষ আবিষ্কার করলো ইসরাইল

- Update Time : ০২:৪৫:৪৩ অপরাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০২১
- / ১২ Time View
সারাদেশ ডেস্ক : ইসরাইলের একদল বিজ্ঞানী ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী এক সাফল্যের দাবি করছে। রাষ্ট্রটির তেলআবিব বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক ক্যান্সারের জন্য দায়ী কোষ আবিষ্কার করেছেন।
‘আঁচিলের মূল’ নামে ক্যান্সারের জন্য দায়ী কোষ আবিষ্কার করেছে এ বিশেষজ্ঞ দল। এর ফলে ক্যান্সারের চিকিৎসা ও ওষুধ তৈরিতে সাফল্য আসবে বলে তাদের দাবি। খবর জেরুজালেম পোস্টের।
তেলআবিব বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন ড. ওরি বেন ডেভিড গবেষক দলটির প্রধান হিসেবে কাজ করছেন।
মানবদেহের ২৩ জোড়া ক্রোমোজম থাকলেও ক্যান্সারের জন্য দায়ী ওই কোষের কারণে ক্রোমোজমের হেরফের হয়ে থাকে। আর এ থেকেই দেহে বাসা বাঁধে মরণব্যাধি ক্যান্সার।
দ্য মিডিয়া লাইন অর্গ নামে একটি চিকিৎসা সাময়ীকিতে এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশিত হয়।
কোষের মধ্যে ক্রোমোজমের সংখ্যা হেরফের হওয়ার কারণে ৯০ শতাংশ টিউমার এবং ৭৫ শতাংশ ব্লাড ক্যান্সার হয়ে থাকে বলে বিশেষজ্ঞরা জানান।
এসএস//