সান্তাহারের মেয়রসহ বিএনপ’র ৪৬ নেতাকর্মীর জামিন
- Update Time : ০১:২১:০০ অপরাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০২১
- / ০ Time View
নিজস্ব প্রতিবেদক : বগুড়া জেলার সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন সহ বিএনপ’র ৪৬ নেতাকর্মীর এক মাসের আগাম জামিন মঞ্জুর করে আদেশ দিয়েছেন হাইকোর্ট। সাথে সাথে আগামি এক মাস পরে তাদেরকে বিচারক (নিন্ম)আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।
এ বিষয়ে দায়ের করা আবেদনের শুনানি নিয়ে বুধবার (২৭ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আনিসুজজামান ও আজমল হোসেন খোকন।
আজমল হোসেন খোকন বলেন,তোফাজ্জল হোসেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীক নিয়ে গত ১৬ জানুয়ারি মেয়র পদে নির্বাচিত হন। পৌরসভা নির্বাচনের সময় প্রতিপক্ষের কার্যালয় ভাঙচুর করার অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। এর পরে ওই ঘটনায় ৪৯ জনকে আসামি করে মামলা হয় থানায়।
এ মামলায় মেয়রসহ আসামিরা হাইকোর্টে হাজির হয়ে এক মাসের জামিন পান তারা। এক মাস পর তোফাজ্জল হোসেনসহ ৪৬ জনকে বিচারক (নিন্ম)আদালতে আত্মসমর্পণ করতে হবে।
এফএইচ//