সারাদেশ ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তার পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বেছে নেয়া অভিজ্ঞ কূটনীতিক অ্যান্থনি ব্লিংকেনকে (৫৮) অনুমোদন দিয়েছে সিনেট।
সিনেটের এক সভায় মঙ্গলবার তাকে অনুমোদন দেওয়া হয়। অ্যান্থনি ব্লিংকেন দেশটির শীর্ষ কূটনীতিকের মর্যাদা সম্পন্ন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন শিগগির। খবর রয়টার্সের।
১০০ সদস্যের সিনেটে ৭৮ জন অ্যান্থনি ব্লিংকেনের পক্ষে ভোট দেন, বিপক্ষে দেন ২২ জন।
বারাক ওবামার আমলে মার্কিন পররাষ্ট্র দফতরে দ্বিতীয় শীর্ষ কর্তাব্যক্তি হিসেবে কাজ করেছেন ব্লিংকেন। তিনি ডেপুটি সেক্রেটারি অব স্টেট ছিলেন।
এ ছাড়া একই প্রশাসনে তিনি উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টাও ছিলেন। সেই প্রশাসনে বাইডেন ছিলেন ভাইস প্রেসিডেন্ট। বাইডেনের দীর্ঘদিনের আস্থাভাজন ব্যক্তি অ্যান্তনি ব্লিংকেন।
এসএস//
Leave a Reply