সারাদেশ ডেস্ক : বিশ্বের সবচেয়ে বড় মাদক গোষ্ঠীর অভিযুক্ত প্রধান সে চি লোপকে (৫৬) গ্রেপ্তার করেছে নেদারল্যান্ডসের পুলিশ। রোববার আমস্টারডামের স্কিপোল এয়ারপোর্ট থেকে তাকে আটক করা হয়।
আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, এশিয়াজুড়ে তার রয়েছে ৭০ বিলিয়ন ডলারের আধিপত্য বিস্তারকারী অবৈধ মাদকের বাজার। সে চি লোপ বিশ্বের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকার শীর্ষদের একজন। দীর্ঘদিন গা ঢাকা দিয়ে ছিলেন তিনি। অবশেষে তাকে আমস্টারডামের স্কিপোল এয়ারপোর্ট থেকে আটক করা হয়।
দীর্ঘদিন ধরে ‘ড্রাগ লর্ড’ বা মাদক সম্রাট হিসেবে পরিচিত চাইনিজ বংশোদ্ভূত কানাডিয়ান এই নাগরিকের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।
গ্রেপ্তার হওয়ার আগে এক দশকেরও বেশি সময় তার পেছনে লেগেছিল অস্ট্রেলিয়ার পুলিশ।
এসএস//
Leave a Reply