শিরোনাম:
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সহজ জয় পেল বাংলাদেশ
- Update Time : ০৬:২২:২০ অপরাহ্ন, বুধবার, ২০ জানুয়ারী ২০২১
- / ২ Time View
খেলা ডেস্ক : করোনা মহামারির কারনে প্রায় এক বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে শুভ সূচনা হলো বাংলাদেশের। ওয়েস্ট ইন্ডিজকে তারা প্রথম ওয়ানডেতে হারালো সহজে। যদিও তামিম ইকবাল ছাড়া টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতা ছিল চোখে পড়ার মতো। এসব একপাশে সরিয়ে রাখলে ৬ উইকেটে পাওয়া জয় স্বস্তি দিচ্ছে বাংলাদেশকে।
সাকিব আল হাসানের ঘূর্ণিতে ওয়েস্ট ইন্ডিজকে ১২২ রানে অলআউট করে বাংলাদেশ। মাত্র ৩২.২ ওভারে সফরকারীদের ইনিংস শেষ হয়। এরপর লিটন দাশের সঙ্গে তামিমের উদ্বোধনী জুটিতে সহজ জয়ের পথ তৈরি করে স্বাগতিকরা। শেষ পর্যন্ত ৩৩.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ১২৫ রান করে বাংলাদেশ। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেলেন তামিমরা। ম্যাচসেরা হয়েছেন সাকিব।
এসএস//