পদ্মা সেতুর নামকরণ ‘শেখ হাসিনা সেতু’ ঘোষণার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
- Update Time : ০৩:৪৫:৪২ অপরাহ্ন, বুধবার, ২০ জানুয়ারী ২০২১
- / ১ Time View
সুপ্রিমকোর্ট প্রতিবেদক : পদ্মা সেতুর নামকরণ ‘শেখ হাসিনা সেতু’ নামে ঘোষণার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করা হয়েছে।
সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিষ্টার কামরুজ্জামান স্বাধীন হাইকোর্টে এ রিট পিটিশন দায়ের করেন। রিট দায়েরের বিষয়টি আজ বুধবার সারাদেশ’কে নিশ্চিত করেছেন রিটকারি এই আইনজীবী।
রিটের পদ্মা সেতুর নাম শেখ হাসিনার নামে করার ঘোষণার কেন নির্দেশ দেয়া হবে না- মর্মে রুল জারির আর্জি পেশ করা হয়েছে।
রিটে মন্ত্রী পরিষদ সচিব, সেতু সচিব, প্রধান প্রকৌশলী, পদ্মা সেতুর প্রজেক্ট ডাইরেক্টরকে বিবাদী (রেসপনডেন্ট) করা হয়েছে।
রিটকারি আইনজীবী ব্যারিষ্টার কামরুজ্জামান স্বাধীন বাসস’কে বলেন, পদ্মা সেতুর কাজ শুরুর পূর্বেই বিশ্বব্যাংকসহ বিভিন্ন দাতা সংস্থা মুখ ফিরিয়ে নেয়। তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজস্ব অর্থায়নে সেতুর তৈরির কথা ঘোষণা দেন। প্রধানমন্ত্রীর একক সিদ্ধান্তে পদ্মা সেতু আজকে পূর্ণতা পেতে যাচ্ছে। এসব বিষয়ে বিবেচনায় নিয়ে এই সেতু প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নামেই হওয়া উচিত। দেশের অধিকাংশ মানুষও চায় পদ্মা সেতু শেখ হাসিনার নামে নামকরণ করা হোক।
বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলম সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চে এ রিটের শুনানি হতে পারে।
ডিএ/এসএস//