সাকিবের ৩ উইকেটে বিপাকে ওয়েস্ট ইন্ডিজ
- Update Time : ০২:৩৪:০৮ অপরাহ্ন, বুধবার, ২০ জানুয়ারী ২০২১
- / ১ Time View
খেলা ডেস্ক : নিষেধাজ্ঞার মেয়াদ শেষে দীর্ঘ সময় পর জাতীয় দলের জার্সিতে মাঠে নামলেন সাকিব আল হাসান। প্রত্যাবর্তনের ম্যাচেই আগুনে বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইন আপ ভেঙে দিচ্ছেন তিনি। তিন উইকেট নিয়ে ক্যারিবীয়দের বিপাকে ফেলে দিলেন সাকিব।
ম্যাচের ১২তম ওভারে আন্দ্রে ম্যাকার্থিকে ক্লিন বোল্ড করে সাজঘরে ফেরান সাকিব। ধীর গতির ইনিংস সমাপ্তির আগে ৩৪ বলে মাত্র ১২ রান করেন ম্যাকার্থি। এরপর সাকিবের শিকারে পরিণত হন জেসন মোহাম্মদ। সাকিবের বল স্ট্যাপ আউট করে খেলতে ব্যর্থ হলে উইকেটকিপার মুশফিকুর রহিম দক্ষতার সঙ্গে স্ট্যাম্পিং করে ফেরান ক্যারিবীয় অধিনায়ককে। বিদায়ের আগে ৩৬ বলে ১৭ রান করেন তিনি। একই ওভারে এনক্রুমাহ বোনারকে (০) লেগ বিফোরের ফাঁদে ফেলেন সাকিব।
৫ ওভারে মাত্র ৫ রানের খরচায় ৩ উইকেটে নিয়ে নিজের অবস্থান জানান দিলেন তিনি।
এই প্রতিবেদনটি করা পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ২৩ ওভারে ৫ উইকেট হারিয়ে মাত্র ৭৬ রান। ক্রিজে রয়েছেন কাইল মেয়ার্স (১৪) ও রোভম্যান পাওয়েল (১৩)।
নির্বাসনের মেয়াদ শেষে গত বছরের অক্টোবরে মাঠে ফিরেছেন সাকিব আল হাসান। কোয়ারেন্টিন জটিলতায় শ্রীলঙ্কা সফর বাতিল হলে দেশের জার্সিতে মাঠে নামার অপেক্ষা বাড়ে সাকিবের।
এসএস//