সারাদেশ ডেস্ক : ফেব্রুয়ারির শুরুর দিকে সারাদেশে করোনার টিকা দেয়া শুরুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক।
গত সোমবার ১১ জানুয়ারি স্বাস্থ্য ভবনে কোভিড ভ্যাকসিন প্রয়োগ পরিকল্পনা সম্পর্কে এতথ্য জানান তিনি।
তিনি বলেন, ২১ থেকে ২৫ জানুয়ারির মধ্যে দেশে ভ্যাকসিন আসবে। ২৬ জানুয়ারি থেকে ভ্যাকসিন নেওয়ার জন্য নিবন্ধন শুরু হবে। দেশে আসার এক সপ্তাহ পর অর্থাৎ ফেব্রুয়ারির শুরু থেকেই প্রয়োগের পরিকল্পনা। ১৮ বছরের নিচে এবং গর্ভবতী মায়েদের এই ভ্যাকসিন প্রয়োগ করা হবে না।
এসএস//
Leave a Reply