প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার সগ্রহ ৩৬৯ রান
- Update Time : ০২:৫৬:২৭ অপরাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১
- / ১ Time View
স্পোর্টস ডেস্ক : প্রথম ইনিংসের প্রথমদিনে ২৭৪ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া।
ক্রিজে দুই সেট ব্যাটসম্যান অধিনায়ক টিম পেইন ৩৮ ও ক্যামেরুন গ্রিন ২৮ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন।
যে কারণে ৫ উইকেট হাতে নিয়ে শনিবার অস্ট্রেলিয়ার সংগ্রহ ৪০০ ছাড়িয়ে যাবে বলে ধারণা ছিল অনেকেরই। কিন্তু তা হতে দেয়নি ভারতের পেসাররা।
শনিবার অর্ধশতক হাঁকানোর পরে শারদুলের বলে আউট হন পেইন। গ্রিনকে অর্ধশতক বঞ্চিত করেন ওয়াশিংটন সুন্দর। তার সংগ্রহ ৪৭ রান। পেইন-গ্রিন আউট হওয়ার পর টেল-এন্ডারদের কেউ বড় ইনিংস খেলতে পারেননি।
শেষদিকে ন্যাথান লায়ন (২৪) এবং মিচেল স্টার্কের (২০) ব্যাটে ভর করে সাড়ে তিনশ’ পার করে অস্ট্রেলিয়া৷ জস হ্যাজেলহুডকে ১১ রানে ফেরান অভিষিক্ত নটরাজন।
সবমিলিয়ে ১১৫.২ ওভার খেলে ৩৬৯ রানে থেমে যায় অস্ট্রেলিয়ার ইনিংস।
ভারতের হয়ে নটরাজন, শারদুল ঠাকুর এবং ওয়াশিংটন সুন্দর প্রত্যেকে তিনটি করে উইকেট নিয়েছেন৷
অস্ট্রেলিয়ার পর নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে ভারত। শুরুটা অবশ্য খুব ভাল হয়নি অজিঙ্কা রাহানের দলের৷ মাত্র ৭ রান করেই প্যাট কামিন্সের বলে ফিরে যান তরুণ ওপেনার শুভমন গিল৷
অবশ্য এ পরিস্থিতিকে একাই কিছুটা সামলে নেন রোহিত শর্মা। যদিও তাকে ইনিংস দীর্ঘ করতে দেননি নাথান লায়ন। আউট হওয়ার আগে ৬ বাউন্ডারির মারে ৭৪ বলে ৪৪ রান করেন রোহিত।
দিন শেষে ২৬ ওভার খেলে ২ উইকেট হারিয়ে ৬২ রান জমা করেছে ভারত। ক্রিজে অপরাজিত আছেন চেতেশ্বর পূজারা (৮) ও অধিনায়ক অজিঙ্কা রাহানে (২)। অর্থাৎ দ্বিতীয় দিন শেষে ৩০৭ রানের লিড নিয়ে এগিয়ে রয়েছে স্বাগতিকরা।
ব্রিসেবন উইকেট বরাবরই পেসারদের সাহায্য করে৷ ফলে স্টার্ক- কামিন্সদের সামলে প্রথম ইনিংসে লিড নেওয়া ভারতের জন্য অত্যন্ত কঠিন চ্যালেঞ্জ মনে করছেন বোদ্ধারা৷
এসএস//