সারাদেশ ডেস্ক : মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী ও পৌর মেয়র আমজাদ হোসেন সরকারের মৃত্যুতে নীলফামারী জেলার সৈয়দপুর পৌরসভার ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ শনিবার ১৬ জানুয়ারি এই পৌরসভায় ভোটগ্রহণের কথা ছিল।
আজ বৃহস্পতিবার ১৪ জানুয়ারি ইসি সচিবালয়ের উপ-সচিব (নির্বাচন পরিচালনা-২ অধিশাখা) মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়।
চিঠিতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সংরক্ষিত আসনে কাউন্সিলর ও সাধারণ আসনের কাউন্সিলর পদে নির্বাচন স্থগিত থাকবে।
সৈয়দপুর পৌরসভার মেয়র আমজাদ হোসেন সরকার কোভিড-১৯ আক্রান্ত হয়ে বৃহস্পতিবার সকাল ৭টা ১৫মিনিটে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে মৃত্যুবরণ করেন।
উল্লেখ্য, সৈয়দপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৫ জন, ১৫ ওয়ার্ডের সাধারণ আসনের কাউন্সিলর পদে ৮৮ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ২১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এসএস//
Leave a Reply