সারাদেশ ডেস্ক : অবশেষে চীন সরকার করোনার উৎস অনুসন্ধানে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে অনুমতি দিয়েছে । আগামী বৃস্পতিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার তদন্তকারী দলটি চীনে যাবে। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের দশ সদস্যের একটি দলের উহান শহরে যাওয়ার কথা রয়েছে। দলটি সেখানে ২০১৯ সালের ডিসেম্বরে প্রথম ভাইরাসটির ছড়িয়ে পড়ার সত্যতা যাচাই করবেন।
চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের বরাতে চাইনিজ গ্লোবাল টাইমস জানায়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ দলটি ১৪ জানুয়ারি আসবে। তারা কভিড-১৯ এর উৎস খুঁজতে চীনা বিশেষজ্ঞদের সঙ্গে সহযোগিতা করবেন।
এর আগেও ডাব্লুএইচওর প্রতিনিধি দলটি চীনে তদন্তের জন্য গিয়েছিল। কিন্তু তখন তাদের বাধা দেয়ার অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলে একটা অসন্তোষ তৈরি হয়। তারপর গত ৯ জানুয়ারি চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের ডেপুটি প্রধান জানান, উহানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তদন্তকারী দলের আসার বিষয়টি নিয়ে আলোচনা চলছে।
তদন্ত নিয়ে চিনের ভূমিকার সমালোচনা করেছেন খোদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালক টেড্রোস আধানম গেব্রেয়াসুস। কেন তদন্ত করতে দেওয়া হচ্ছে না, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
এসএস//
Leave a Reply