ফুল ম্যারাথনে প্রথম হিশাম, হাফে কিটু
- Update Time : ০১:৫৭:১৫ অপরাহ্ন, রবিবার, ১০ জানুয়ারী ২০২১
- / ১ Time View
সারাদেশ ডেস্ক : বঙ্গবন্ধু ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন প্রতিযোগিতার প্রথম আসরের ফুল ম্যারাথনে চ্যাম্পিয়ন হয়েছেন মরক্কোর হিশাম। আর হাফ ম্যারাথনে সেরা কেনিয়ান অ্যাডুইন কিপরোপ কিটু।
নারীদের হাফ ম্যারাথনে সেরা হয়েছেন কেনিয়ান ক্রীড়াবিদ নোয়াম জেবিত। রানারআপ মরক্কোর সুকাইনা।
সকাল ৬টা ৩০ মিনিটে আর্মি স্টেডিয়াম থেকে যাত্রা শুরু করে কাকলী হয়ে গুলশান-২ এবং গুলশান-১ অতিক্রম করে ম্যারাথন দল হাতিরঝিলে প্রবেশ করে।
ফুল ম্যারাথনে ৪২.১৯৫ কিলোমিটার পথ পাড়ি দিতে হিশাম সময় নিয়েছেন ২ ঘণ্টা ১০ মিনিট, ৪১ সেকেন্ড।
সকাল ৬টা ৪৫ মিনিটে শুরু হয় হাফ ম্যারাথন। এতে বিদেশি প্রতিযোগীও অংশ নেয়। বিদেশীদের মধ্যে রয়েছেন ফ্রান্স, কেনিয়া, ভারত, ইথিওপিয়া, রাহরাইন, ইউক্রেন, মরক্কো, মালদ্বীপ, নেপাল, বেলারুশ, স্পেন ও পকিস্তানের প্রতিযোগিরা। হাফ ম্যারাথনের দূরত্ব ২১.৩৯৭ কিলোমিটার।
পুরষ ও নারী এলিট বিভাগে গ চ্যাম্পিয়ন ১৫ হাজার ডলার, রানার আপ ১০ হাজার ডলার ও তৃতীয় স্থানের জন্য পাঁচ হাজার ডলার করে অর্থ পুরস্কার পাবেন। সার্ক ও দেশী নারী-পুরুষ দৌড়বিদদের মধ্যে চ্যাম্পিয়নরা পাঁচ লাখ টাকা করে, রানার আপ চার লাখ করে এবং তৃতীয় স্থান অর্জনকারীরা তিন লাখ টাকা করে অর্থ পুরস্কার পাবেন। সকল অংশগ্রহণকারীরা কোভিড পরীক্ষার পর আসরে অংশ নেয়।
এসএস//