ভারতের আরও এক দুঃসংবাদ!
- Update Time : ০৭:১৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০
- / ১ Time View
সারাদেশ ডেস্ক : অ্যাডিলেড টেস্টে মারাত্মক চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে গেছেন ভারতের পেসার মোহাম্মদ শামি। এবার আরও এক দুঃসংবাদ এলো অস্ট্রেলিয়া সফররত ভারতের জাতীয় ক্রিকেট দলে। শামির পর এখন আরেক পেসার উমেশ যাদব অস্ট্রেলিয়ার বিপক্ষে বাকি দুই টেস্ট থেকে ছিটকে গেছেন।
মেলবোর্ন টেস্টের তৃতীয় দিনে বোলিংয়ের সময় পায়ে চোট পান ডানহাতি এই পেসার। প্রথম ইনিংসে ১২ ওভারে উইকেটশূন্য থাকা এই পেসার দ্বিতীয় ইনিংসে মাত্র ৩.৩ ওভার বল করতে পেরেছিলেন। তারপরেও জো বার্নসের উইকেট নিজের ঝুলিতে পোরেন। এই দুই পেসারকে হারিয়ে মহাবিপদে পড়েছে ভারত।
ভারতীয় দলের পেস আক্রমণের জন্য অভিজ্ঞ বলতে আছেন মাত্র ১৬ টেস্ট খেলা জসপ্রিত বুমরাহ। বাকিরা সবাই নতুন। চোট থেকে সেরে না উঠায় সফরে যাননি ইশান্ত শর্মা। এরই মধ্যে শামির জায়গায় দ্বিতীয় টেস্টে খেলেছেন মোহাম্মদ সিরাজ। উমেশের চোটে নেট বোলার হিসেবে দলের সঙ্গে থাকা টি নটরাজনকে দলে নেওয়া হয়েছে। ব্রিজবেনে ১৫ জানুয়ারি শুরু সিরিজের চতুর্থ ও শেষ টেস্ট।
এসএস//