জেলা প্রতিনিধি : কুমিল্লায় মালবাহী ট্রেনের ধাক্কায় একটি সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত ও তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
বুধবার ৩০ ডিসেম্বর সকাল ৭টার দিকে নগরীর শাসনগাছা রেলগেইটে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম ফরিদ মুন্সী (৭০)। তাঁর বাড়ি কুমিল্লার দেবীদ্বার উপজেলার গজারিয়া গ্রামে। দুর্ঘটনায় আহত হয়েছেন ফরিদের স্ত্রী, মেয়ে ও ভাগ্নে। তাঁদেরকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কুমিল্লা রেলওয়ে স্টেশনের মাস্টার জানান, সকালে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মালবাহী ট্রেন শাসনগাছা রেলক্রসিং অতিক্রম করছিল। এ সময় রেললাইনের ওপর একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশায় ট্রেনটির ধাক্কা লাগে। এতে অটোরিকশার চালকসহ এর তিন যাত্রী গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ফরিদ মুন্সী মারা যান। বাকিদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
কুমিল্লা রেলওয়ে পুলিশ জানায়, ঢাকাগামী মালবাহী ট্রেনটি শাসনগাছা রেলগেইটের অদূরে থাকা অবস্থায় যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাটি অসতর্কভাবে রেললাইনে উঠে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে। ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি অন্তত ৫০০ মিটার দূরে গিয়ে দুমড়েমুচড়ে যায়।
জানা গেছে, হতাহত সবাই একই পরিবারের সদস্য। ফরিদ মুন্সীর লাশ মর্গে পাঠানো হয়েছে। গুরুতর আহত ফরিদের স্ত্রী পেয়ারা বেগম (৫৫), মেয়ে আঁখি আক্তার (১০) ও ভাগ্নে সিএনজিচালক রাকিবুলকে (৩০) হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
এসএস//
Leave a Reply