রাজধানীতে কিশোর গ্যাং গ্রুপের ৭ সদস্য আটক
- Update Time : ০২:২২:১৮ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২০
- / ১ Time View
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শেরেবাংলা নগর এলাকা থেকে কিশোর গ্যাং পারভেজ গ্রুপের ৭ সদস্যকে আটক করেছে র্যাব।
আটককৃতরা হলো- মো. সাগর ওরফে রোমান, মো. হাতেম আলী, মুক্তারুজ্জামান, মো. রাকিব সিকদার, মো. আলামিন হোসেন, মো. হৃদয় ও মো. জীবন। রোববার রাত সাড়ে ১১টার দিকে শেরেবাংলা নগরের ৬০ ফিট রাস্তা থেকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৬০ পিস ইয়াবা, ২টি ছুরি ও ৫টি মোবাইল উদ্ধার করা হয়েছে।
সোমবার র্যাব-২ এর এএসপি মো. আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা সবাই স্থানীয় কিশোর গ্যাং পারভেজ গ্রুপের সক্রিয় সদস্য। তারা ইয়াবা, গাঁজাসহ বিভিন্ন নেশা জাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত এবং তারা নিজেরাও নেশা জাতীয় দ্রব্য সেবন করে। তিনি আরও জানান, পাশাপাশি গ্রুপ লিডার পারভেজের নেতৃত্বে শেরেবাংলা নগরের বিএনপি বস্তি, শিশুমেলা, বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্র এলাকায় চুরি ছিনতাই, মারামারি, ইভটিজিংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড চালিয়ে আসছিলো। এছাড়াও তাদের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।
এসএস//