মোঃ জহিরুল হক বাবু : কুমিল্লায় ২শ বোতল ফেন্সিডিল,৩ শত ৯৫ পিস ইয়াবা ও এক বোতল বিদেশী মদসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। রোববার রাতে জেলার সদর দক্ষিন ও আদর্শ সদর উপজেলায় পৃথক দুটি অভিযান চালিয়ে তাঁদের আটক করে।
সোমবার বিকেলে র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা কোম্পানী অধিনায়ক, উপ-পরিচালক, মেজর তালুকদার নাজমুছ সাকিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে একটি আভিযানিক দল রোববার (২৭ ডিসেম্বর) রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানাধীন কোটবাড়ি বিশ্বরোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান কালে ফেন্সিডিলক্রয়-বিক্রয়ের সময় একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময়ে গ্রেফতারকৃত আসামীর নিকট থেকে ২শ বোতল ফেন্সিডিলউদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানাধীন জুলাই কুড়িয়াপাড়া গ্রামের মোঃ আবুল কাশেমের ছেলে মোঃ বায়েজিত বোস্তামী (২১)। অপর দিকে ওই রাতেই কুমিল্লা জেলার কোতয়ালি থানাধীন শ্রীপুর গ্রামের বড়দিঘীর পাড় এলাকায় পৃথক আরেকটি অভিযান পরিচালনা করে। অভিযানে মোটরসাইকেলে ইয়াবা ও বিদেশী মদ পরিবহনের সময় দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এ সময়ে তাদের নিকট থেকে ৩শত ৯৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১টি বিদেশী মদ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় হলো কুমিল্লা জেলার কোতয়ালি থানাধীন দক্ষিণ আনন্দপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে আবু তালেব (৩২) ও দক্ষিণ আনন্দপুর গ্রামের মৃত ইব্রাহীম মিয়ার ছেলে মোঃ হাসান (২৮)। মাদক পরিবহনের কাজে ব্যবহৃত মোটর সাইকেলটিও জব্দ করা হয়। প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃতমাদক ব্যবসায়ীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে,তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশেরবিভিন্ন স্থানে বিভিন্ন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। ধৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ ও কোতয়ালি থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণকরা হয়েছে।
এসএস//
Leave a Reply