মেসিকে পেছনে ফেলে শতাব্দীর সেরা খেলোয়াড় রোনালদো
- Update Time : ১২:০১:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০
- / ১ Time View
খেলা ডেস্ক : লিওনেল মেসিকে পেছনে ফেলে শতাব্দী সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন পর্তুগিজ উইঙ্গার ক্রিশ্চিয়ানো রোনালদো।
রবিবার ২৭ ডিসেম্বর দুবাইয়ের আরমানি হোটেলে আয়োাজিত হয় এই পুরস্কার অনুষ্ঠান।
২০০১ থেকে ২০২০ সাল পযর্ন্ত খেলোয়াড়দের বিচারে শতাব্দী সেরা হন রোনালদো।
গ্লোব সকার অ্যাওয়ার্ড নিজেদের অফিসিয়াল টুইটার পেজে পুরস্কার হাতে রোনালদোর এক ছবি পোস্ট করে লিখেছে, ‘২০০১-২০২০ শতাব্দী সেরা গ্লোব সকার অ্যাওয়ার্ড জিতেছেন রোনালদো। আজকের উৎসবে দুবাই স্পোর্টস কাউন্সিলের চেয়ারম্যান এইচ এইচ শেখ মনসুন বিন মোহাম্মদ বিন রশিদ আল মাখতুম এই পুরস্কার তুলে দেন।
রোনালদো বলেন, এই শিরোপা জেতা খুব আনন্দের। অনেক বছর বছর ধরে এই খেলায় শীর্ষে থাকা সহজ নয়। আমি সত্যিই গর্বিত। তবে আমার দল, সেরা কোচ ও ক্লাব না হলে সম্ভব হতো না।
অনুষ্ঠানে শতাব্দী সেরা ক্লাব নির্বাচিত হয়েছে রিয়াল মাদ্রিদ। কোচ পেপ গার্দিওলা। তবে ২০২০ সালের সেরা দলের পুরস্কার জিতেছে বায়ার্ন। ক্লায়েন্ট রোনালদোর পাশাপাশি বছরের সেরা অ্যাজেন্ট নির্বাচিত হয়েছেন হোর্সে মেন্ডেস।
গ্লোব সকার অ্যাওয়ার্ড প্রতিষ্ঠিত হয় ২০১০ সালে। চমৎকার বাৎসরিক ডিনার উৎসব এবং পুরস্কার অনুষ্ঠানের জন্য স্বীকৃতি আছে তাদের।
এসএস//