ভারতকে ৩৬ রানের স্মৃতি ভুলে যেতে বললেন স্মিথ
- Update Time : ০৩:৪৪:২০ অপরাহ্ন, বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০
- / ১ Time View
সারাদেশ ডেস্ক : নিজেদের টেস্ট ইতিহাসের সবচেয়ে কম রানে অল-আউট হওয়ার লজ্জা পেয়েছে ভারত। এবার বক্সিং ডে টেস্টের আগে তাদের সেই দুঃসহ স্মৃতি ভুলে যেতে বললেন সাবেক অজি অধিনায়ক স্টিভ স্মিথ। বক্সিং ডে টেস্টে ভারত পাচ্ছে না নিয়মিত অধিনায়ক বিরাট কোহলিকে। তাই অতীত ভুলে সামনে তাকানো ছাড়া উপায় নেই ভারতের।
স্মিথ বলেন, ওই দিন অবিশ্বাস্য বোলিং করেছিল আমাদের বোলাররা। আমার তো মনে হয়, গত পাঁচ বছরে দল হিসেবে এত ভাল বল আগে করেনি ওরা। অসাধারণ একটা লেংথে বল করছিল বোলাররা। মাঝে মাঝে এমনটা হয়। একটা দারুণ বল এল আর ব্যাটসম্যান সেটা খোঁচা দিয়ে দিল। যা হয়েছে, তা ভুলে যেতে হবে। ইতিবাচক মানসিকতা ধরে রাখতে হবে।
তিনি আরও বলেন, ‘প্রত্যেকের মানসিকতা আলাদা হয়। সে কী ভাবে আউটটাকে দেখছে, কী ভাবে খেলাটাকে দেখছে, তার উপরে অনেক কিছু নির্ভর করে। আমি বলব, সামনের দিকে এগিয়ে যাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। নিজেকে ভাল করে দ্যাখো। কী করলে আরও ভাল হয়, সেটা বোঝার চেষ্টা কর।
প্রথম সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে দেশে ফিরেছেন বিরাট কোহলি। তার এই সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন স্মিথ, ‘অনেক চাপের মধ্যে কোহলিকে এই পিতৃত্বের ছুটি নিতে হয়েছে। নিশ্চই তাকে থেকে যাওয়ার জন্য বলা হয়েছিল। কিন্তু সেই চাপ সামলে যে সে নিজের সন্তানের জন্মের সময় সেখানে উপস্থিত থাকার সিদ্ধান্ত নিয়েছে, তার জন্য কোহলিকে কৃতিত্ব দিতে হবে।