গণফোরামে কোনো সমস্যা নেই, কাউন্সিলে নতুন নেতৃত্ব আসবে: ড.কামাল
- Update Time : ০৯:৩৮:১০ অপরাহ্ন, শনিবার, ১৯ ডিসেম্বর ২০২০
- / ১ Time View
বিশেষ প্রতিবেদক: গণফোরামে কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন দলের সভাপতি ড. কামাল হোসেন।
তিনি বলেন,‘আগামী ৯ জানুয়ারির পর কাউন্সিলের মাধ্যমে নতুন নেতৃত্ব আসবে।’
শনিবার ১৯ ডিসেম্বর রাজধানীর বেইলি রোডে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলন করে ড. কামাল এসব কথা বলেন।
গত ২৬ সেপ্টেম্বর জাতীয় প্রেসক্লাবে দলটির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টুসহ ৩ নেতার নেতৃত্বে ড. কামাল হোসেনকে বাদ দিয়ে গণফোরামের বর্ধিত সভার আয়োজন করা হয়েছিল। তখনই ঘোষণা দেয়া হয় আগামী ২৬ ডিসেম্বর কাউন্সিল করে দলে নেতৃত্ব নতুন নেতার হাতে দেয়া হবে।
তবে ঘোষিত তারিখের আগে শনিবার ১৯ ডিসেম্বর এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হলো।
সংবাদ সম্মেলনে গণফোরামের সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া, সাবেক নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী উপস্থিত ছিলেন না। তাদের প্রসঙ্গে ড. কামাল বলেন, ‘রেজা কিবরিয়ার পারিবারিক সমস্যা আছে। তিনি আইসোলেশনে আছেন।’
এ সময় মোস্তফা মহসিন মন্টু বলেন, ‘আমাদের মধ্যে কোনো সমস্যা নাই, রেজা কিবরিয়া সাহেব, সুব্রত বাবু, আবু সাইদ সাহেব আইসোলেশনে আছেন।’
এক প্রশ্নের জবাবে ড. কামাল বলেন, ‘আমরা সব কিছু ৯ জানুয়ারি বলবো। কাউন্সিল হবে, কী কী সমস্যা আছে, তা চিহ্নিত করেছি। ৯ তারিখের পর সেগুলো আপনাদের সামনে তুলে ধরা হবে।’
তিনি আরও বলেন, ‘দলের নিচ পর্যায় থেকে শুরু করে ওপর পর্যন্ত কাউন্সিলের মাধ্যমে নতুন নেতৃত্ব আসবে। প্রত্যেক বছরই আমি বলেছি, আমি আর না, আমি আর না।’
‘জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে আপনারা কাউন্সিলের আয়োজন করতে চেয়েছিলেন, তো আজকের বৈঠকের আপনাদের সিদ্ধান্ত কী?’ এমন প্রশ্নে মোস্তফা মহসিন মন্টু বলেন, ‘আমাদের কোনো কাউন্সিলের ডেট (তারিখ) নেই। আমাদের মধ্যে যে ভুল বুঝাবুঝি হয়েছিল,আমাদের অভিভাবককে নিয়েই আমরা সমাধান করে ফেলেছি। আমাদের ভেতরে আর কোনো অনৈক্য নেই। যেটুকু ছিল সেটুকু শেষ হয়ে গেছে।’
এ সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন গণফোরামের নেতা জগলুল হায়দার আফ্রিক, সংসদ সদস্য মোকাব্বির খান, শফিকুল্লাহ, মহসীন রশিদ প্রমুখ।
এসএস//