টাঙ্গাইল প্রতিনিধি: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উদ্ধার হওয়া প্রায় ২৫০ কেজি ওজনের দ্বিতীয় বোমাটিও টাঙ্গাইলের মধুপুরে নিষ্ক্রিয় করা হয়েছে।
আজ মঙ্গলবার ১৫ ডিসেম্বর সকাল সাড়ে ১০টার দিকে জেলার মধুপুরের রসুলপুর ফায়ারিং রেঞ্জে এটি নিষ্ক্রিয় করা হয়। গত সোমবার ১৪ ডিসেম্বর সকাল ৮টার দিকে ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নির্মাণাধীন থার্ড টার্মিনাল থেকে বোমাটি উদ্ধার করা হয়।
মধুপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বলেন, ‘উদ্ধার হওয়া প্রায় ২৫০ কেজি ওজনের বোমাটি মধুপুরের রসুলপুর ফায়ারিং রেঞ্জে আনা হয়। পরে বিমান বাহিনীর একটি দল বোমাটি নিষ্ক্রিয় করে।
তিনি আরও বলেন, বোমা নিষ্ক্রিয় করতে ৬ ফুট গর্ত করে তাতে বালুর বস্তা দেওয়া হয়েছিল। বিকট শব্দে এটি বিস্ফোরিত হয়। এতে মাটির নিচে প্রায় ২০ ফুট গভীর এবং ৬০-৭০ ফুট ওপরে উঠে বিকট শব্দ হয়।
গত বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দর থেকে উদ্ধার হওয়া প্রথম বোমাটিও মধুপুরের রসুলপুর ফায়ারিং রেঞ্জে নিষ্ক্রিয় করা হয়।
Leave a Reply