শিরোনাম:
সাংবাদিক কাজলের জামিন প্রশ্নে রুল
- Update Time : ০৯:১৮:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২০
- / ১ Time View
সুপ্রিমকোর্ট প্রতিবেদক: ডিজিটাল নিরাপত্তা আইনে আনা একটি মামলায় ফটো সাংবাদিক শফিকুল ইসলাম কাজলের জামিন প্রশ্নে রুল জারি করেছেন হাইকোর্ট।
আজ সোমবার ১৯ অক্টোবর বিচারপতি এম, ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়। কেন তাকে জামিন দেয়া হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে। সেই সাথে মামলাটির তদন্তকারী কর্মকর্তাকে (আইও) মামলার নথিসহ আগামী ১২ নভেম্বর হাইকোর্টে হাজির হতে বলা হয়েছে।
আদালতে কাজলের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিষ্টার জ্যোর্তিময় বড়ুয়া। এর আগে নিম্ন আদালত এই মামলায় কাজলের জামিন নামঞ্জুর হয়।
এসএস//