সারাদেশ ডেস্ক: সারাদেশ.নেট (saradesh.net) প্রতিবেদক সাংবাদিক জহিরুল হক বাবুকে কুমিল্লার ব্রাম্মণপাড়ায় পেশাগত দায়িত্ব পালনকালে হামলার ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও ঘৃণা প্রকাশ করেছেন সারাদেশ.নেট পরিবার।
অনলাইন নিউজ পোর্টাল সারাদেশ.নেট এর সম্পাদক ও প্রকাশক সৈয়দা ফারজানা আফরিন, প্রধান নির্বাহী মো. দিদারুল আলম সাংবাদিক জহিরুল হক বাবুর ওপর হামলার ঘটনায় জড়িতদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক সাজার দাবী জানান। সাংবাদিকদের ওপর পেশাগত দায়িত্ব পালনকালে হামলার ঘটনায় উদ্বেগ জানান তারা।
কুমিল্লায় ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের উপ-নির্বাচনে পেশাগত দায়িত্ব পালন করতে গেলে প্রকাশ্যে সন্ত্রাসী হামলায় চার সাংবাদিক মারাত্মক জখম হয়েছে। জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের উপ-নির্বাচনি দায়িত্বপালনকালে দুর্বৃত্তদের হামলায় চার সাংবাদিকসহ সাতজন আহত হওয়ার এ ঘটনা ঘটে। এসময় গাড়ি ভাংচুর করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ১০ ডিসেম্বর সকাল ৯টায় ব্রাহ্মণপাড়া দুলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান।
আহত সাংবাদিকরা হলেন—সারাদেশ ডট নেট এর প্রতিনিধি জহিরুল হক বাবু, মাইটিভির ক্যামেরা পারসন আবদুস সালাম,জাগরণী টিভির জেলা প্রতিনিধি আশিকুর রহমান আশিক। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের এজেন্ট কিশোর সরকার, মনির হোসেনের মাথা ও ঘাড়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হন।
চিকিৎসক ডা. আবু হাসনাত মো. মহিউদ্দিন মবিন জানান, চারজন সাংবাদিককে চিকিৎসা দেওয়া হয়েছে। আশিকের অবস্থা গুরুতর হওয়ায় তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হসপিটালে পাঠানো হয়েছে।
ওসি নাজমুল হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। এ ব্যপারে পরে বিস্তারিত জানানো হবে।
ঘটনার পর কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর ও পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শনে আসেন।
এসএস//
Leave a Reply