মুন্সীগঞ্জ প্রতিনিধি : পদ্মা সেতুর সর্বশেষ ৪১তম স্প্যান বসানোর কাজ শুরু হয়েছে। সেতুর ১২ ও ১৩ নম্বর পিয়ারের ওপর স্প্যানটি বসানো হচ্ছে।
আজ বৃহস্পতিবার ১০ ডিসেম্বর সকাল সাড়ে ১০টা থেকে স্প্যান বসানোর কাজ শুরু হয়। এই স্প্যানটি বসানো হলে ৬.১৫ কিলোমিটার দৈর্ঘ্যের পুরো পদ্মা সেতু দৃশ্যমান হবে।
পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূলসেতু) দেওয়ান আব্দুল কাদের গনমাধ্যম’কে জানান, আজ সকাল ৯টা থেকে সেতুতে সর্বশেষ স্প্যান ‘২-এফ’ বসানোর কাজ শুরু হওয়ার কথা ছিলো। কিন্তু কুয়াশা থাকায় কাজ শুরু হতে কিছুটা দেরি হয়। এখন কাজ চলছে। আর কিছুক্ষণের মধ্যে স্প্যান বাসানোর কাজ শেষ হবে।
এসএস//
Leave a Reply