আদালত প্রতিবেদক : রাজধানীর মোহাম্মদপুরের নবোদয় হাউজিংয়ে শিশু খন্দকার সামিউল আজিম ওয়াফি হত্যা মামলার রায় পিছিয়ে ২০ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত।
আজ মঙ্গলবার ৮ ডিসেম্বর ঢাকার বিশেষ জজ আদালত-৪ এ মামলার রায় ঘোষণার জন্য এই দিন ধার্য ছিল । কিন্তু মামলাটির রায় প্রস্তুত না হওয়ায় বিচারক পরবর্তী এই দিন ধার্য করেন।
মায়ের ‘পরকীয়া’র জেরে ২০১০ সালের ২৩ জুন রাতে আদাবরে নিজেদের বাসায় সামিউল খুন হয় বলে মামলার বিবরণে বলা হয়। নবোদয় হাউজিংয়ের গ্রিনউড ইন্টারন্যাশনাল স্কুলের ইংলিশ মিডিয়ামে প্লে গ্রুপের ছাত্র ছিল সামিউল। এ ঘটনায় সামিউলের মা আয়েশা হুমায়রা এশা (২৫) এবং তার প্রেমিক শামসুজ্জামান বাক্কুকে (৩৮) আসামি করে আদাবর থানায় হত্যা ও লাশ গুমের অভিযোগে মামলা দায়ের করেন সামিউলের বাবা কে আর আজম। দুই আসামিকেই গ্রেপ্তার করেছিল পুলিশ। হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছিলেন তারা।
২০১৪ সালে হাই কোর্ট থেকে জামিনে বেরিয়ে বাক্কু মামলা চালানো বন্ধ না করলে ছেলের মতো তাকেও মেরে ফেলা হবে বলে হুমকি দিয়েছিলেন জানিয়ে থানায় জিডি করেছিলেন কে আর আজম।
এসএস//
Leave a Reply