সারাদেশ ডেস্ক : সাতক্ষীরায় বাবা,মা ও দুই সন্তানসহ একই পরিবারের চারজনকে কুপিয়ে হত্যা করেছে দৃর্বৃত্তরা।
আজ বৃহস্পতিবার রাত ৩টার সময় কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের খলসি গ্রামে এ ঘটনা ঘটে। পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে তাদেরকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।
নিহতরা হলেন, সাতক্ষীরার কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের খলসি গ্রামের মৃত শাহাজান আলীর ছেলে হ্যাচারি মালিক শাহিনুর রহমান (৪০), তার স্ত্রী সাবিনা খাতুন (৩০), ছেলে সিয়াম হোসেন মাহি (৯) ও মেয়ে তাসলিমা খাতুন (৬)।
নিহত শাহিনুর রহমানের ছোট ভাই রায়হানুল ইসলাম জানান, মা ও বড় ভাইয়ের পরিবারের চারজনসহ তারা ছয়জন একসাথে বসবাস করতেন। বুধবার মা এক আত্মীয়ের বাড়িতে ছিলেন। রাত ৪ টার দিকে পাশের ঘর থেকে তিনি বাচ্চাদের চিৎকারে শব্দ শুনতে পান। তখন তিনি এগিয়ে গিয়ে দেখেন ঘরের বাইরে থেকে দরজা আটকানো। দরজা খুলে দেখা যায় বিভৎস দৃশ্য। এর কিছুক্ষণ পর বাচ্চারাও মারা যায়। কিন্তু কারা এ ঘটনা ঘটালো তা বুঝতে পারছি না।
কলারোয়া থানা পুলিশ জানায়, নিজেদের ঘরের মধ্যে গৃহ প্রধান শাহিনুর রহমানসহ চারজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এদের মধ্যে শাহিনুরের পা বাধা ছিল এবং তাদের বাড়ির ছাড়ের চিলে কোঠার দরজা খোলা ছিল। ধারণা করা হচ্ছে ছাদের চিলে কোঠার দরজা দিয়ে হত্যাকারীরা ঘরের মধ্যে প্রবেশ করে। ঘটনার রহস্য উন্মোচনে পুলিশ কাজ শুরু করেছে।
এসএস//
Leave a Reply