বঙ্গবন্ধুর ভাস্কর্য-মুর্যালের নিরাপত্তা নিশ্চিতে হাইকোর্ট নির্দেশ
- Update Time : ০১:৩৪:৫৭ অপরাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০২০
- / ১ Time View
সুপ্রিমকোর্ট প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সব মুর্যাল ও ভাস্কর্যের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি সাহেদ নুর উদ্দিন সমন্বয়ে হাইকোর্ট বেঞ্চ আজ এ আদেশ দেন।
আদালতে এ সংক্রান্ত রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ড. বশির আহমেদ। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ বাশার।
ডেপুটি এটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ বাশার সাংবাদিকদের বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সব মুর্যাল ও ভাস্কর্যের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তিনি জানান, মন্ত্রীপরিষদ বিভাগের সচিব ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ বাস্তবায়নে কার্যকরে পদক্ষেপ নিতে বলা হয়েছে।
এ সংক্রান্ত ইতোপূর্বে আনা রিটে জারি করা রুলের শুনানিকালে আইনজীবীর সম্পূরক আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন হাইকোর্টের এ বেঞ্চ।
এর আগে গতকাল ৬ ডিসেম্বর হাইকোর্টে করা আলাদা একটি রিট আবেদনে বঙ্গবন্ধুর ভাস্কর্যসহ দেশের সব ভাস্কর্যের নিরাপত্তা চাওয়া হয়। মঙ্গলবার সেই রিটের শুনানি হওয়ার কথা রয়েছে।
ওই রিটে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনকে কেন্দ্র করে যে কোনো ধরনের নৈরাজ্য ও আইন শৃঙ্খলার অবনতি রোধে ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ভাস্কর্য নিয়ে জনমনে সৃষ্ট বিভ্রান্তি দূর করতে জনসচেতনতা বৃদ্ধির পদক্ষেপ নিতে নির্দেশনা চাওয়া হয়। এছাড়া রিটে রুলও চাওয়া হয়। সুপ্রিমকোর্টের আইনজীবী উত্তম লাহেড়ীর পক্ষে করা ওই রিটের আইনজীবী নাহিদ সুলতানা যুথি ও এবিএম শাহজাহান আকন্দ মাসুম।
সম্প্রতি ভাস্কর্য নিয়ে ধর্মীয় মৌলবাদী গোষ্ঠীর ক্রমাগত হুমকির মধ্যে কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন একটি ভাস্কর্য ভাঙচুর করে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাতের আঁধারে কুষ্টিয়া পৌরসভার উদ্যোগে শহরের ব্যস্ততম পাঁচ রাস্তার মোড়ে ওই ভাস্কর্যের ডান হাত, পুরো মুখমণ্ডল ও বাঁ হাতের অংশ বিশেষ ভেঙে ফেলে তারা। এ ঘটনায় ইতোমধ্যে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।
ডিএ/এসএস//