টাঙ্গাইল প্রতিনিধি : জেলার নাগরপুর উপজেলায় ইটবোঝাই ট্রলির ধাক্কায় সিএনজি অটোরিকশা চালক মো. সেন্টু মিয়া (৩৫) নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার আরো ৫ যাত্রী আহত হয়েছেন।
আহতরা হচ্ছেন, মানিকগঞ্জের ঘিওর উপজেলার হেমন্তি (৬৫), পলাশ (২৪) দৌলতপুর উপজেলার রফিক শেখ (৩৫), কাবিল (৩২) ও টাঙ্গাইল সদরের অমিত (৩২)।
আজ শনিবার ৫ ডিসেম্বর সকাল সাড়ে দশটার দিকে টাঙ্গাইল-আরিচা সড়কের উপজেলা ফায়ার সাভিস স্টেশনের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন নাগরপুর থানা পুলিশ।
পুলিশ জানান, সকালে সিএনজি চালিত অটোরিকশাটি পাঁচজন যাত্রী নিয়ে নাগরপুর থেকে টাঙ্গাইলের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি ইট বোঝাই ট্রলির সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হলে ট্রলি ও অটোরিকশা রাস্তার পাশে খাদে পড়ে যায়। এসময় স্থানীয়রা আহত অটোরিকশার চালকসহ পাঁচ যাত্রীকে উদ্ধার করে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। দায়িত্বরত চিকিৎসক সিএনজি চালক মো. সেন্টু মিয়াকে মৃত ঘোষণা করেন।
আহত ৫ জনের মধ্যে দুই জনের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার এক কর্মকর্তা।
এসএস//
Leave a Reply