সারাদেশ ডেস্ক : সিলেটে পুলিশ ফাঁড়িতে নির্যাতনে মারা যাওয়া রায়হানের দ্বিতীয় দফা ময়নাতদন্তের প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। অতিরিক্ত আঘাতের কারণেই মারা যান রায়হান। এছাড়া নির্যাতনের সময় রায়হানের দুইটি নখও উপড়ে ফেলা হয়েছে।
নিহত রায়হানের শরীরে বিষক্রিয়ার আলামত পাওয়া যায়নি। অতিরিক্ত আঘাতের কারণেই রায়হানের মৃত্যু হয়েছে। এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা. শামসুল ইসলাম।
তিনি বলেন, ২৬ নভেম্বর ওই রিপোর্টটি মামলার তদন্তকারি সংস্থা পিবিআই এর কাছে হস্তান্তর করা হয়েছে।
ডা. শামসুল ইসলাম আরো বলেন, প্রথম ময়নাতদন্ত রিপোর্টের সঙ্গে এ রিপোর্টের মিল আছে। ভোঁতা অস্ত্রের অতিরিক্ত আঘাতে শরীরে জখম হয়েছে এবং অতিরিক্ত জখমের কারণেই রায়হানের মৃত্যু হয়েছে।
এর আগে, গত ১৫ অক্টোবর পুলিশের কাছে হস্তান্তর করা প্রথম ময়নাতদন্ত রিপোর্টে উল্লেখ করা হয় রায়হানের শরীরে ১৪টি গুরুতরসহ ১১১টি আঘাতের চিহ্ন আছে।
সেদিনই রায়হানের মরদেহ কবর থেকে তুলে দ্বিতীয় ময়নাতদন্ত সম্পন্ন করা হয় এবং ডা. শামসুল ইসলামকে প্রধান করে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়।
এসএস//
Leave a Reply