ইংল্যান্ড-নেদারল্যান্ডস ওয়ানডে সিরিজ করোনায় পিছিয়েছে
- Update Time : ১২:২৭:২৮ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২০
- / ১ Time View
সারাদেশ ডেস্ক : ইংল্যান্ড ও নেদারল্যান্ডসের মধ্যকার ওয়ানডে সিরিজ করোনার কারণে স্থগিত হয়ে গেছে । ২০২১ সালের মে মাসের পরিবর্তে সিরিজটি অনুষ্ঠিত হবে ২০২২ সালের মে মাসে। সিরিজটি হবে তিন ওয়ানডে ম্যাচের। সবগুলো ম্যাচই হওয়ার কথা নেদারল্যান্ডসের আমস্টিলভিনে।
ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবার দ্বিপাক্ষিক কোনও সিরিজ খেলবে ডাচরা। সে জন্য অনেক দর্শক সমাগমের কথা ভেবেছিল নেদারল্যান্ডসের ক্রিকেট বোর্ড। কিন্তু বর্তমান করোনা পরিস্থিতিতে দর্শক প্রবেশ করতে পারবে না দেখে সিরিজের আর্থিক বিষয়টি নতুন করে ভাবিয়েছে আয়োজকদের। সে কারণেই সিরিজ পেছানোর সিদ্ধান্ত নিয়েছে দুই দেশের বোর্ড।
এর আগে শুধু বৈশ্বিক ইভেন্টেই নেদারল্যান্ডসের মুখোমুখি হয়েছে ইংল্যান্ড। ১৯৯৬, ২০০৩ ও ২০১১ ওয়ানডে বিশ্বকাপ ও দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপে দুটি দল মুখোমুখি হয়েছিল। টি-টোয়েন্টি বিশ্বকাপে অবশ্য ইংল্যান্ডকে লজ্জাই দিয়েছে ডাচরা। ২০০৯ সালের ইভেন্টে লর্ডসে তারা ইংল্যান্ডকে হারিয়েছে ৪ উইকেটে, এরপর ২০১৪ সালে চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে তারা জয় পায় ৪৫ রানের ব্যবধানে।
এসএস//