ফিফা র্যাংকিংয়ে বাংলাদেশের উন্নতি
- Update Time : ০৭:০৮:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২০
- / ২ Time View
স্পোর্টস ডেস্ক :চলতি মাসে ঘরের মাঠে নেপালের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে সুখবর পেল টিম বাংলাদেশ ফুটদল দল।
বৃহস্পতিবার ২৬ নভেম্বর ফিফা প্রকাশ করেছে সর্বশেষ র্যাংকিং। এতে দেখা যায়, ফিফার সেই র্যাংকিংয়ে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ ফুটবল দল। আগে বাংলাদেশ ছিল ১৮৭ নম্বরে পজিশনে। তিন ধাপ এগিয়ে জামাল ভূঁইয়ারা এখন ১৮৪-তে উঠে এসেছে। ৯১৪ থেকে ৬ বেড়ে বাংলাদেশের রেটিং পয়েন্ট এখন ৯২০।
বাংলাদেশের পাশাপাশি র্যাংকিংয়ে উন্নতি হয়েছে প্রতিবেশী দেশ ভারতের। চার ধাপ উন্নতি করে ১০৪ নম্বরে এসেছে ভারত। কাতার দুই ধাপ পিছিয়ে ৫৯ নম্বরে চলে গেছে। আফগানিস্তান এক ধাপ এগিয়ে ১৫০ নম্বরে।
ফিফা র্যাংকিংয়ে বেলজিয়াম যথারীতি শীর্ষে। দুইয়ে ফ্রান্স, তিনে ব্রাজিল, চারে ইংল্যান্ড, পাঁচে পর্তুগাল আর ছয়ে স্পেন। ফিফা র্যাংকিংয়ে আট থেকে সাত নম্বর পজিশনে উঠে এসেছে লিওনেল মেসিদের আর্জেন্টিনা। আটে লুইস সুয়ারেজদের উরুগুয়ে।
দলগুলোর সাম্প্রতিক পারফরম্যান্স ভালো হওয়ায় এ উন্নতি।
এসএস//