শিরোনাম:
শেষ ষোলোয় মেসিহীন বার্সা
- Update Time : ০৪:০৭:২৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২০
- / ১ Time View
সারাদেশ ডেস্ক : চ্যাম্পিয়ন্স লিগে দুরন্ত খেলছে বার্সেলোনা। লিওনেল মেসিসহ শীর্ষ সারির কয়েক ফুটবলারকে ছাড়াই মঙ্গলবার রাতে দারুণ জয় পেয়েছে কাতালান ক্লাবটি। ৪-০ গোলে দলটি হারিয়েছে ডায়নামো কিয়েভকে। টানা চার জয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে পৌঁছে গেছে স্পেনের জায়ান্টরা।
লা লিগায় কয়েকদিন আগে অ্যাটলেটিকোর কাছে হেরে গিয়েছিল বার্সা। সেই একাদশ থেকে প্রায় সাতটি বদল আনেন বার্সা কোচ রোনাল্ড কোম্যান। এরপরও এসেছে বড় জয়।
স্বাগতিক কিয়েভ প্রথমার্ধে ভালো খেলেছে। পরিস্কার কোন আক্রমণ তৈরি করতে না পারলেও রক্ষণ ছিল অটুট। তবে দ্বিতীয়ার্ধ থেকে বদলে যেতে থাকে ম্যাচের চিত্র। বার্সা পেতে থাকে একের পর এক গোল।
এসএস//
Tag :
শেষ ষোলোয় মেসিহীন বার্সা