মাঠে ফিরছেন সাকিব
- Update Time : ০২:০৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০
- / ১ Time View
সারাদেশ ডেস্ক : নিষেধাজ্ঞা কাটানোর প্রায় একমাস পর মাঠে নামছেন সাকিব আল হাসান। ২০১৯ সালের ২১ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে সর্বশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন তিনি।
অবশেষে আজ মাঠে ফিরছেন সাকিব। তবে যতটা গৌরব আর জৌলুস নিয়ে মাঠে নামার কথা ছিল সাকিবের, ততটা হচ্ছে না। কারণ, বিতর্ক। সাকিব নিজেই নিজের চারপাশে এত বিতর্কের জাল পেতে রেখেছেন যে, ভক্তরা পর্যন্ত তার সমালোচনায় মুখর।
মাসের শুরুতেই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে এসেছিলেন তিনি। ২৪ ঘণ্টা না পেরুতেই তিনি গুলশানে জনসমাগমে গিয়ে সুপারশপ উদ্বোধন করলেন। যেখানে তার বেশ কিছুদিন কোয়ারেন্টাইনে থাকার কথা, সেখানে সাকিব আসার পরদিনই চলে গেলেন সুপারশপ উদ্বোধনে। সবার কাছেই দৃষ্টিকটু লেগেছে ব্যাপারটা।
সেটাও খুব একটা আলোচনার জন্ম দেয়নি। কিন্তু এর কয়েকদিন পর হঠাৎ সড়কপথে বেনাপোল হয়ে সাকিব চলে গেলেন কলকাতায়। বেনাপোলে এক সমর্থক সেলফি তুলতে চাওয়ায় সাকিব তার মোবাইল ছুঁড়ে ফেলে দেন। এরপর সাকিব কলকাতায় গিয়ে উদ্বোধন করলেন কালিপুজার। যদিও তিনি পরে ভিডিও বার্তায় জানিয়েছেন, তিনি শুধু অংশ নিয়েছেন। উদ্বোধন করেননি।
সে যাই হোক, পুজা মন্ডপে সাকিবের উপস্থিতি, ছবি তোলাকে কেন্দ্র করে তুমুল সমালোচনা তৈরি হয় সারা দেশে। ধর্মপ্রাণ মুসলমানরা এ বিষয়টা মেনেই নিতে পারেননি। সমালোচনার মুখে সাকিব এসে ক্ষমা চেয়ে ভিডিও পোস্ট করেন। এরই মধ্যে আরেক উগ্রবাদী সাকিবকে ‘হত্যার’ হুমকি দিয়ে ফেসবুকে পোস্ট দেয়।
এতসব ঘটনা আর বিতর্কের আড়ালে সাকিব প্রস্তুতি নিয়েছেন মাঠে ফেরার। সাকিব অবশ্য এমন একজন মানুষ, যিনি মাঠের বাইরের বিতর্ক গায়ে মাখেন না। মাঠে ঠিকই পারফর্ম করেন।
এসএস//